দুই নারীর শেকল ভাঙার গল্পে ‘মেঘনা কন্যা’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৩, ১৫:২০

গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প নিয়ে ফুয়াদ চৌধুরী নির্মাণ করছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘনা কন্যা’। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বুধবার ঢাকার গুলশান ক্লাবে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়।

মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী ফার্মসের ব্যাবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান। আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা ববি, পরিচালক ফুয়াদ চৌধুরী, প্রযোজক কাজী সাইফুল ইসলাম, নির্বাহী প্রযোজক জাহিদুল ইসলাম জাহিদসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা।

এর আগেও নারীপ্রধান ছবিতে কাজ করেছেন চিত্রনায়িকা ববি। ‘মেঘনা কন্যা’র মাধ্যমে আবারও তিনি নারীপ্রধান সিনেমায়।

এ প্রসঙ্গে ববি বলেন, ‘নারী প্রধান গল্পের ছবিতে এর আগেও অভিনয় করেছি। সেটি ছিল বিজলী। ‘মেঘনা কন্যা’ও নারীপ্রধান গল্প। নারীদের সংগ্রামের গল্প। শেকল ভেঙে তাদের এগিয়ে যাওয়ার গল্প। এমন গল্পের প্রতি বরাবরই আমার দুর্বলতা কাজ করে। এই ছবিতে নতুন ববিকে পাবেন দর্শকরা।’

চলতি মাসেই ঢাকার বাইরে সিনেমাটির শুটিং শুরু হবে। ‘মেঘনা কন্যা’র চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান এবং আহমেদ খান হীরক। ববি ছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সাজ্জাদ হোসোইন, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবাসহ অনেকে।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/এলএম/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :