অরক্ষিত রেলক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা: মায়ের পর শিশু তাওহীদও চলে গেল

অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঢেঁপাকান্দী এলাকায় ট্রেন-অটোরিকশার সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় দুই বছরের শিশু তাওহীদ মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ জনে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাওহীদ।
শুক্রবার সকালে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শিশু তাওহীদ উপজেলার ফলদা ইউনিয়নের মমিনপুর গ্রামের লাল মিয়ার ছেলে। এর আগে ঘটনার দিন মারা যান তাওহীদের মা নার্গিস বেগম।
ওসি জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পাঁচজনে দাঁড়ালো মৃতের সংখ্যা। এরআগে ঘটনার দিন তিনজনের মৃত্যু হয়।
প্রসঙ্গত, বুধবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল লাইনের উপজেলার ঢেপাকান্দি এলাকায় ট্রেন-অটোরিকশার সংঘর্ষ হয়। এতে তিনজনের মৃত্যু হয় এবং আহত হয় পাঁচজন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন স্থানীয় লোকজন।
(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন