অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১৮:০৭ | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৩, ১৮:০৪

দখলকৃত পশ্চিম তীরে একটি ফ্ল্যাশপয়েন্ট শহরের কাছে সেনা অভিযানের সময় ইসরায়েলি সেনারা দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার জেনিনের দক্ষিণে জাবা গ্রামে হামলার সময় ইজ্জেদিন বাসেম হামামারেহ (২৪) এবং আমজাদ আদনান খালিলিয়াহ (২৩) নামে দুইজন নিহত হয়েছেন।

ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গ্রুপ বলেছে, হামামারেহ এবং খলিলিয়াহ তাদের দলের সদস্য। একটি বিবৃতিতে গ্রুপটি এই হত্যাকাণ্ডের নিন্দা করেছে এবং এই দুই ব্যক্তিকে ‘বীর শহীদ’ বলে আ্যখ্যা করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড পরিচালনাকারী দখলদার বাহিনীর বিরুদ্ধে হস্তক্ষেপ করতে গিয়ে’ তারা নিহত হয়েছেন।

গত ২ জানুয়ারি ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হওয়া ১৯ বছর বয়সী ইয়াজেন সামের বারি নামের আরেক তরুণ মারা গেছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে। সেনাবাহিনীর অভিযানের সময় জেনিনের কাছে কুফর দান গ্রামে আহত হন জাবারি। একই অভিযানে আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছিল।

চলতি বছরের অল্প কদিনেই ইসরায়েলি বাহিনীর গুলিতে অধিকৃত পশ্চিম তীরে ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে তিনজন নাবালক রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী প্রায় এক বছর ধরে তীব্র অভিযান ও হত্যার অভিযানে বজায় রেখেছে।

মার্চ মাসে ইসরায়েলে ফিলিস্তিনিদের দ্বারা পরিচালিত একের পর এক আক্রমণ শুরু হওয়ার পর থেকে, ইসরায়েলি সেনাবাহিনী ব্রেক দ্য ওয়েভ নামে একটি অভিযান শুরু করেছে, যার মধ্যে জেনিনকে কেন্দ্র করে অধিকৃত পশ্চিম তীরে প্রায় প্রতিদিনের অভিযান, গণগ্রেপ্তার এবং হত্যা অন্তর্ভুক্ত রয়েছে। নাবলুস, যেখানে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ গত এক বছরে আরও সংগঠিত হয়েছে।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :