মাগুরায় ট্রাকচাপায় এলজিইডির প্রকৌশলী নিহত

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৩, ১০:২৬| আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১২:৩৫
অ- অ+

মাগুরায় ট্রাকচাপায় এলজিইডির প্রকৌশলী মো. শরিফুল ইসলাম (৫৫) নামে একজন নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাগুরা শহরের ঢাকা-খুলনা মহাসড়কের ভায়না এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম মাগুরা সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে (এলজিইডি) উপ সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি মাগুরা সদর উপজেলার নরসিংহাটি গ্রামে। তিনি মাগুরা পৌর এলাকার ইসলামবাগ এলাকায় থাকতেন।

মাগুরা সদর উপজেলা প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল কবির বলেন, রাত সোয়া ৮টা পর্যন্ত অফিসে কাজ করেছেন শরিফুল ইসলাম। এর কিছুক্ষণ পরই ভায়নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রচণ্ড পরিশ্রমী মানুষ ছিলেন তিনি।

মাগুরা দমকল বাহিনীর স্টেশন মাস্টার সোহাগুজ্জামান জানান, দুর্ঘটনার পর ভায়না মোড়ে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে দমকল বাহিনী মরদেহ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে নেওয়া পাঠায়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, মোটরসাইকেল আরোহী শহরের কলেজ রোড দিয়ে ভায়নার দিকে যাচ্ছিলেন, একই সময় ঝিনাইদহের দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ওই আরোহী ট্রাকের পেছনের চাকার নিচে চলে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহ মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা