নেপালের বিমান দুর্ঘটনা, ৭১ জনের মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৩, ১৮:৪১

পশ্চিম নেপালের পোখারায় ইয়েতি এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকারীরা এখনও পর্যন্ত ৭১ জনের মৃতদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার, উদ্ধারকারীরা সেতি নদীর ঘাট থেকে দুর্ঘটনার শিকার একজনের লাশ উদ্ধার করেছে। খবর কাঠমুন্ডু পোস্টের।

কাস্কি জেলার সহকারি মুখ্য জেলা আধিকারিক অনিল কুমার শাহী জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে আরও একজনের মৃতদেহ পাওয়া গেছে। নিখোঁজ দুইজনের মধ্য থেকে একজনের লাশ পাওয়া গেছে। নদীর স্রোত কমে যাওয়ার পর লাশ পাওয়া যায়।’

দুর্গম ভূখণ্ডের কারণে উদ্ধারকারীরা নিহতদের অবশিষ্ট মৃতদেহ উদ্ধার করতে হিমশিম খাচ্ছেন। বুধবারও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানান শাহী।

ইয়েতি এয়ারলাইন্সের ফ্লাইট এনওয়াইটি ৬৯১ কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার আগে রবিবার সকালে নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ঠিক আগে বিধ্বস্ত হয়। ঘটনাটি নেপালের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনার একটি।

যাত্রীদের মধ্যে তিন নবজাতক, তিন শিশু এবং ৬২ জন প্রাপ্তবয়স্ক ছিলেন।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মতে, যাত্রীদের মধ্যে ৫৩ জন নেপালি, পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, একজন আইরিশ, একজন অস্ট্রেলিয়ান, একজন আর্জেন্টিনার, দুইজন কোরিয়ান এবং একজন ফরাসি ছিলেন।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :