সাভারে চুরি হওয়া কেমিক্যালসহ দুজন আটক

ঢাকার সাভারের চামড়া শিল্প নগরীর একটি কারখানা থেকে ২০ লক্ষাধিক টাকার কেমিক্যাল চুরির ঘটনায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে হেমায়েতপুর ট্যানারি ফাঁড়ি পুলিশ।
এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ২৪ ড্রাম কেমিক্যাল ও চোরাই কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেন চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা।
এর আগে বুধবার মধ্যরাতে রাজধানীর হাজারীবাগ এবং আশুলিয়া থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পূরণ হোসেন (২৬) তিনি গাজীপুর জেলার টঙ্গী থানার এরশাদ নগর এলাকার মো. ইব্রাহিম হোসেনের ছেলে। জুয়েল আলী (২৫) তিনি আশুলিয়ার আউকপাড়া এলাকার আফাজ উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে হেমায়েতপুর চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা ঢাকাটাইমসকে বলেন, গত ১৪ জানুয়ারি চামড়া শিল্প নগরীর একটি ট্যনারি কারখানা থেকে প্রায় ২০ লক্ষাধিক টাকার কেমিক্যাল চুরি যায়। এ ঘটনায় মঙ্গলবার সাভার মডেল থানায় একটি মামলা করেন ভুক্তভোগী এর পরিপ্রেক্ষিতে আমার নেতৃত্বে এসআই রাজিব কুমার সাহা ও এসআই মওদুদ কামাল এবং সঙ্গীয় ফোর্সসহ ঢাকার হাজারীবাগ এবং আশুলিয়া থানার আউকপাড়া এলাকা থেকে চুরির সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া কেমিক্যালের মধ্যে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ২৩ ড্রাম কেমিক্যাল এবং চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুইজনকে বৃহস্পতিবার দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এলএ)

মন্তব্য করুন