বিশ্বের শীর্ষ ৮ ধনী অভিনেতা, জানুন তাদের কত সম্পদ

সম্প্রতি বিশ্বের সেরা আটজন ধনী অভিনেতার তালিকা প্রকাশ করেছে ‘দ্য ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকস’নামে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংস্থা। সেখানে এশিয়া থেকে জায়গা পেয়েছেন শুধু শাহরুখ খান। চলুন তবে জেনে আসি বিশ্বের শীর্ষ আট ধনী অভিনেতার কার অবস্থান কোথায়।
শীর্ষ ধনী অভিনেতা জেরি সাইনফেল্ড
মার্কিন এই মঞ্চ-কৌতুকশিল্পী একাধারে অভিনেতা, লেখক, উপস্থাপক, প্রযোজক এবং পরিচালক। ২০০৫ সালে মার্কিন টেলিভিশন চ্যানেল কমেডি সেন্ট্রাল সাইনফেল্ডকে ‘সর্বকালের দ্বাদশ শ্রেষ্ঠ মঞ্চ কৌতুকশিল্পী’ আখ্যা দেয়। এই অভিনেতার মোট সম্পদের পরিমাণ এক বিলিয়ন মার্কিন ডলার।
দ্বিতীয় ধনী অভিনেতা টেইলর পেরি
মার্কিন এই তারকারও অনেক পরিচয়। তিনি একাধারে অভিনেতা, পরিচালক, লেখক, গীতিকার এবং শিল্প উদ্যোক্তা। জেরি সাইনফেল্ডের মতো তারও মোট সম্পদের পরিমাণ এক বিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ১০ হাজার কোটি টাকারও বেশি।
তৃতীয় ধনী অভিনেতা ডোয়াইন জনসন
একসময়ের ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন ‘দ্য রক’ ওরফে ডোয়াইন জনসন এখন পুরোদস্তুর অভিনেতা। এরইমধ্যে বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। বিশ্বের শীর্ষ ধনী অভিনেতাদের তালিকায় তিনি রয়েছেন তিন নম্বরে। তার মোট সম্পদের পরিমাণ ৮০০ মিলিয়ন মার্কিন ডলার।
চতুর্ধ ধনী অভিনেতা বলিউডের শাহরুখ খান
শীর্ষ ধনী অভিনেতাদের তালিকায় ডোয়াইন জনসনের পরেই আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বিশ্বে চতুর্থ হলেও ‘দ্য ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকস’-এর সমীক্ষা অনুযায়ী, এশিয়ার শীর্ষ ধনী কিং খান। ভারতেও তো বটেই। শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ ৭৭০ মিলিয়ন মার্কিন ডলার।
কিং খানের সবচেয়ে দামী সম্পত্তি তার বাড়ি- মান্নাত। মুম্বাইতে অবস্থিত এই রাজপ্রসাদসম বাড়ির বর্তমান বাজারদর আঁকা মুশকিল। তবে কমবেশি ২০০ কোটি টাকা দর মান্নাতের। কিছুদিন আগেই শাহরুখ সেখানে একটি হীরার নেমপ্লেট লাগিয়েছেন, যার মূল্য ৫ কোটি টাকা।
শীর্ষ ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ খানের পরেই পাঁচ নম্বরে আছেন হলিউড তারকা টম ক্রুজ। ৬২০ মিলিয়ন মার্কিন ডলারের সম্পদ রয়েছে ‘মিশন ইম্পসিবল’ নায়কের।
ছয় নম্বরে আছেন সাবেক চাইনিজ অভিনেতা জ্যাকি চ্যান। কয়েক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা এই মার্শাল আর্ট তারকা। ঘোষণা দিয়ে ত্যাগ করেছেন তার পূর্বের চাইনিজ পরিচয়। বর্তমানে জ্যাকি চ্যানের মোট সম্পদের পরিমাণ ৫২০ মিলিয়ন মার্কিন ডলার।
৫০০ মিলিয়ন মার্কিন ডলারের সম্পদ নিয়ে বিশ্বের শীর্ষ ৮ ধনী অভিনেতার তালিকায় সাত নম্বরে আছেন মার্কিন অভিনেতা ও নির্মাতা জর্জ ক্লুনি। ৮ নম্বরে জায়গা পেয়েছেন ইতালীয়-মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরো। তার মোট সম্পদের পরিমাণও ৫০০ মিলিয়ন মার্কিন ডলার।
(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এজে)

মন্তব্য করুন