জামালপুরে সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম দ্বি-গুণ
পাইকারি বাজারে সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম ৭ টাকা বেড়ে যথাক্রমে ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা কেজি দরে। এতে কিছুটা হলেও কৃষকের মুখে হাসি ফুটেছে। তবে কৃষকরা বলছেন, বাজারমূল্যের সাথে তারা প্রান্তিক কৃষকরা আর পেরে উঠছেন না।
শুক্রবার বিকাল পর্যন্ত জেলার মেলান্দহ, সদর এবং সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
স্থানীয় কৃষক মো. দুলাল বলেন, এইবার লসে আছি, সারের দামসহ সবকিছুর দামই বেশি। এক বিঘা জমিতে সার, কীটনাশক এবং শ্রমিকসহ খরচ হয় ৩০-৩৫ হাজার টাকা। অথচ বেগুনের যে দাম- তাতে তাদের চলে না। কয়েক দিন আগে পাইকারি বাজারে এক মণ বেগুনের দাম ছিল ১৫০-১৬০ টাকা। এখন বিক্রি হচ্ছে ৪০০-৬০০ টাকা। তবে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১২০০-১৬০০ টাকা মণ। এভাবে চলতে থাকলে মানুষজন আর বেগুন চাষ করবেন না।
মামুন নামে এক ব্যবসায়ী বলেন, আমদানি কারণে বাজারে বেগুনের দাম উঠানামা করে। এক সপ্তাহে আগে এক কেজি বেগুন পাইকারি ৮-১০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১৩-১৫ টাকায়। তবে খুচরা বাজারে এ বেগুনের মূল্য ৩০-৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।
মেলান্দহ রেলওয়ে বাজারের ব্যবসায়ী সুরুজ্জামান বলেন, আমদানি কমে আসছে। এখন মণ প্রতি বেগুনের দাম ৫০০-৫৫০ টাকা। মাঝে ১৬০ টাকা মণও কেনা হয়েছে। তারপর ধীরে ধীরে বেড়ে ৫৫০ টাকা হয়েছে।
তবে সাধারণ ক্রেতারা বলছেন ভিন্ন কথা। কথা হয় শামীম, রতন, হাজেরাসহ আরো অনেকের সাথে, তারা বলেন, আয় বাড়েনি তাদের। কিন্তু খরচ বেড়েছে দ্বিগুণ। আগে যেখানে দুই তিন কেজি সবজি লাগত সেখানে তারা এক কেজিতেই চাহিদা মেটাচ্ছেন। এভাবে চলতে থাকলে চলাটা মুশকিল হয়ে পড়বে।
আদর্শ বাণিজ্যালয়ের আড়তদার বাবু মিয়া বলেন, মূলত আমদানির সাথে কাঁচা মালামালের দাম উঠানামা করে। যেমন, বর্তমানে পাইকারিতে এক কেজি বেগুন বিক্রি হচ্ছে ১৩-১৬ টাকা, কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। আবার আলু বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা কেজি দরে। মাঝারি সাইজের একটি ফুলকপি বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। টমেটো বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়। তবে সামনে রমজান মাসে এ দাম দ্বিগুণ হতে পারে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এলএ)