৪২ বছর ধরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি আছর আলীর দোকানের চা-পান!

দেশের বীর মুক্তিযোদ্ধারা তার কাছে অতিথি। তাই বীর মুক্তিযোদ্ধারা তার দোকানে গেলে তাঁদের কাছ থেকে একটা পয়সাও নেন না আছর আলী। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বাজিতপুর গ্রামে একটি ছোট্ট চায়ের দোকান আছে তার। উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত ওই দোকানের আয় দিয়েই চলে আছর আলীর সংসার।
কিন্তু শুরু থেকেই বীর মুক্তিযোদ্ধা কেউ দোকানে চা খেতে গেলে তাঁর কাছ থেকে একটা পয়সাও নেন না আছর আলী। শুধু চা নয়, মুক্তিযোদ্ধারা পান, কেক যা-ই খান না কেন, তাদের জন্য সবই ফ্রি আছর আলীর দোকান থেকে।
নিজের বাড়ির সামনেই ১৯৮২ সালে চা দোকানটি দেন আছর আলী। সে সময়ই ঘোষণা দেন, তার দোকানে বীর মুক্তিযোদ্ধারা চা খেতে গেলে কোনো টাকা দিতে হবে না। গত ৪২ বছর ধরে এই নিয়ম চলে আসছে। তিনি তার দোকানের নামও রেখেছেন ‘মুক্তিসেবা টি স্টল’। দেশের মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতেই এই নাম দেন তিনি।
মহান মুক্তিযুদ্ধের সময় আছর আলীর বয়স ছিল মাত্র ১০ বছর। তিনি দেখেছেন তাদের এলাকার অনেকেই পরিবার ছেড়ে, জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধে গিয়েছিলেন। কেউ ফিরে এসেছিলেন, কেউ আসেননি। তাই স্কুলে পড়ার সময় থেকেই বীর মুক্তিযোদ্ধাদের দেখলে সম্মান জানাতেন আছর আলী। হাতে টাকা-পয়সা থাকলে তাদের চা-পানও খাওয়াতেন।
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হয়েছে। এখনো বীর মুক্তিযোদ্ধাদের একই রকম শ্রদ্ধা এবং সম্মান করেন আছর আলী।
এলাকার মুক্তিযোদ্ধা শাহজাহান আলী ঢাকা টাইমসকে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের কেউ চা পান করে জোর করে টাকা দিতে চাইলেও আছর আলী নেন না। প্রতিদিনই কোনো না কোনো বীর মুক্তিযোদ্ধা আসেন তার চায়ের দোকানে। তাদের সম্মানের সঙ্গে সেবা দেন আছর আলী।’
বছর তিনেক আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় আছর আলীর। এতে তার এক পাশ অবশ হয়ে যায়। এখন অন্যের সাহায্য নিয়ে চায়ের দোকানটি চালান তিনি। তার দুই ছেলে কাজ করেন ঢাকায় পোশাক তৈরির কারখানায়।
টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের প্রাক্তন অধ্যক্ষ শামসুল হুদা ঢাকা টাইমসকে বলেন, ‘আছর আলীর চা দোকানটি খুব ছোট। তার খুব কম টাকাই লাভ হয়। অথচ চার দশক ধরে বিনা পয়সায় বীর মুক্তিযোদ্ধাদের চা–পান খাওয়াচ্ছেন তিনি। অনেক বড় মনের মানুষ আছর আলী। তাই গ্রামের সবাই তাকে অন্য চোখে দেখেন।’
কথা হয় আছর আলীর সঙ্গেও। তিনি ঢাকা টাইমসকে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের ঋণ কোনো দিনই শোধ করা যাবে না। কারণ তারা না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না। তাই যত দিন বেঁচে থাকব, তাদের একই ভাবে সাধ্যমতো আপ্যায়ন করব, সম্মান আর শ্রদ্ধা করব।’
(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এজে)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

নৌপথে ট্রলার ভাড়া কমিয়ে প্রশংসিত উপমন্ত্রী শামীম

ব্রিজ নির্মাণের চার বছরেও হয়নি সংযোগ সড়ক, ভোগান্তিতে ৫ গ্রামের মানুষ

মুন্সীগঞ্জে জোড়া খুন: পারিবারিক কলহে স্ত্রী-মেয়েকে শ্বাসরোধে হত্যা

নোয়াখালীতে মসজিদে বিস্ফোরণ, তদন্ত কমিটি গঠন

দাম্পত্য কলহে শিশুকে হত্যা: পুলিশ

ফরিদপুরে অনুষ্ঠিত হলো বিদেশি সাত ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা

৩০০ দুস্থ পরিবারের মাঝে রমজানের পণ্যসামগ্রী বিতরণ

বিএনপি অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে: ওবায়দুল কাদের

সাতক্ষীরার উপকূলে হঠাৎ ঝড়ে বিধ্বস্ত অর্ধ শতাধিক ঘর-বাড়ি
