অভিনেত্রী শারমিন আঁখির শরীরের ৩৫ শতাংশ দগ্ধ

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৩, ১৭:০১
অ- অ+

দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন ছোটপর্দার অভিনেত্রী শারমিন আঁখি। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে রবিবার গণমাধ্যমকে জানিয়েছেন ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন। শনিবার রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিং চলাকালীন বৈদ্যুতিক শর্টসার্কিট বিস্ফোরণে দগ্ধ হন আঁখি।

শনিবারের ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রীর স্বামী এবং টেলিফিল্মটির নির্মাতা রাহাত কবির বলেন, ‘সজলের সঙ্গে একটি টেলিফিল্মের শুটিং ছিল মিরপুর সাড়ে ১১তে। দুপুরের দিকে আঁখি মেকআপ নিয়ে ওয়াশরুমে যায় চুল ঠিক করতে। হেয়ার স্টেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। পুলিশের ধারণা, কেউ বডি স্প্রে ব্যবহার করেছে, সেটার গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।’

রাহাত আরও বলেন, ‘শুটিং হাউসটি সম্পূর্ণ নতুন। এটি এই হাউসের দ্বিতীয় কাজ। পেইন্টিংয়ের স্মেল থেকেও দুর্ঘটনা ঘটতে পারে। তবে কেউ নিদিষ্টি করে কিছু বলতে পারছে না। বিস্ফোরণে বাথরুমের দরজা ভেঙে যায়। চিৎকার করে আঁখি বেরিয়ে আসে। ততক্ষণে দুই হাত, পা ও কপালের একাংশ, চুলসহ তার শরীরের ৩৫ শতাংশ বার্ন হয়ে যায়।’

গুরুতর কিছুর আশঙ্কা করা হচ্ছে কিনা- এমন প্রশ্নে আঁখির স্বামী বলেন, ‘এখনই কিছু বলা যাচ্ছে না। ডাক্তার অনেক পরীক্ষা দিয়েছে। সেগুলোর রিপোর্ট হাতে পাওয়ার পর বলা যাবে পরিস্থিতি। প্রায় এক মাস হাসপাতালে থাকতে হবে আঁখিকে। আর সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রায় এক বছর সময় লেগে যাবে। সবার কাছে আঁখির জন্য দোয়া চাই।’

এক দশকেরও বেশি ধরে অভিনয় জগতে পথচলা শারমিন আঁখির। বেড় ওঠা চট্টগ্রামে। অভিনয়ে হাতেখড়ি ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’ মঞ্চ দলের হাত ধরে। এই দলের নিয়মিত প্রযোজনা তারাশংকর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ নাটকের মূল চরিত্র ‘বসন’ করে আলোচনায় আসেন আঁখি। পরবর্তীতে পরিচিতি পান টিভি নাটকে কাজ করে। তবে হঠাৎ দুর্ঘটনায় হুমকির মুখে জীবন-ক্যারিয়ার।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের শিক্ষাখাত: অতীত-বর্তমান ও ভবিষ্যত ভাবনায় বিএনপি
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা