চাঁপাইনবাবগঞ্জে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম, রাত পোহালেই ভোট

চাঁপাইনবাবগঞ্জ জেলার দুটি আসনে রাত পোহালেই উপ-নির্বাচন। মঙ্গলবার সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও নির্বাচন সামগ্রী পাঠানো হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩৫২টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। উপ-নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পুরাতন জেলা স্টেডিয়ামে এসব সরঞ্জাম বিতরণ শুরু হয়। চাঁপাইনবাবঞ্জ ২ আসনের সহকারী রিটারিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা রওশন আলী ভোটগ্রহণের ইভিএম মেশিনসহ অন্যান্য সরঞ্জাম বিতরণ করেন। সন্ধ্যার পর সকল কেন্দ্রে সরঞ্জামাদি পৌঁছে যায়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ক্রাইম ও অপস বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম সাহিদ জানান, সদর আসনের ১৭২টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৭টি এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ১৮০টি ভোট কেন্দ্রে মধ্যে ১২২টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি নির্বাচন কমিশন থেকে দায়িত্বপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণও ভোটের মাঠে থাকবেন। পুলিশ-আনসারের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এমনটাই জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন।
চাঁপাইনবাবগঞ্জ ২ ও ৩ আসনে মোট ভোটার ৮ লাখ ১৬ হাজার ৯৪৫ জন। ৮ লাখ ১৬ হাজার ৯৪৫ জন ভোটারের বিপরীতে ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা ৯ জন প্রাথী।
(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

দুর্গম এলাকায় শিক্ষার মশাল জ্বালাচ্ছেন লোহাগাড়ার ইউএনও

চাঁদপুরে জাটকা ধরায় ১৮ জেলের কারাদণ্ড

গমের ভুসির বস্তায় মিলল ১০ স্বর্ণের বার

নৌপথে ট্রলার ভাড়া কমিয়ে প্রশংসিত উপমন্ত্রী শামীম

ব্রিজ নির্মাণের চার বছরেও হয়নি সংযোগ সড়ক, ভোগান্তিতে ৫ গ্রামের মানুষ

মুন্সীগঞ্জে জোড়া খুন: পারিবারিক কলহে স্ত্রী-মেয়েকে শ্বাসরোধে হত্যা

নোয়াখালীতে মসজিদে বিস্ফোরণ, তদন্ত কমিটি গঠন

দাম্পত্য কলহে শিশুকে হত্যা: পুলিশ

ফরিদপুরে অনুষ্ঠিত হলো বিদেশি সাত ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা
