চাঁপাইনবাবগঞ্জে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম, রাত পোহালেই ভোট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৩, ২১:২৭| আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ২১:৩৯
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জ জেলার দুটি আসনে রাত পোহালেই উপ-নির্বাচন। মঙ্গলবার সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও নির্বাচন সামগ্রী পাঠানো হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩৫২টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। উপ-নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পুরাতন জেলা স্টেডিয়ামে এসব সরঞ্জাম বিতরণ শুরু হয়। চাঁপাইনবাবঞ্জ ২ আসনের সহকারী রিটারিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা রওশন আলী ভোটগ্রহণের ইভিএম মেশিনসহ অন্যান্য সরঞ্জাম বিতরণ করেন। সন্ধ্যার পর সকল কেন্দ্রে সরঞ্জামাদি পৌঁছে যায়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ক্রাইম ও অপস বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম সাহিদ জানান, সদর আসনের ১৭২টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৭টি এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ১৮০টি ভোট কেন্দ্রে মধ্যে ১২২টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি নির্বাচন কমিশন থেকে দায়িত্বপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণও ভোটের মাঠে থাকবেন। পুলিশ-আনসারের পাশাপাশি র‌্যাব ও বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এমনটাই জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন।

চাঁপাইনবাবগঞ্জ ২ ও ৩ আসনে মোট ভোটার ৮ লাখ ১৬ হাজার ৯৪৫ জন। ৮ লাখ ১৬ হাজার ৯৪৫ জন ভোটারের বিপরীতে ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা ৯ জন প্রাথী।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানি অভিনেত্রীর লাশ নিতে রাজি নন বাবা, স্বপ্ন পূরণে করাচিতে এসে একাকী মৃত্যু
বান্দরবানে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড় ধসের শঙ্কা
আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্ব
প্রবল বৃষ্টিতে ভারতের গুজরাটে ব্রিজ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা