মৌলভীবাজারে পুলিশের অভিযানে ৫০ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৭| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪৩
অ- অ+

মৌলভীবাজারে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মদ, গাঁজা, ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় জেলার বিভিন্ন থানায় ৩০টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বিভিন্ন থানায় এসব মামলার বিপরীতে মোট ৫০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

জানুয়ারি মাসের শেষের ৭ দিনে জেলার ৭ থানায় নিয়মিত মামলায় ৫০ জন আসামি গ্রেপ্তারের পাশাপাশি মোট ২৮৩টি ওয়ারেন্ট নিষ্পত্তি হয়েছে।

বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে মোট ৫৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫৩০ লিটার চোলাই মদ এবং ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

মৌলভীবাজার সদর মডেল থানায় সর্বাধিক ১১টি, শ্রীমঙ্গল ও কুলাউড়া থানায় ৬টি করে, কমলগঞ্জ থানায় ৪টি, জুড়ী থানায় ২টি এবং রাজনগর থানায় ১টি মামলা রুজু করা হয়।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার বলেন, ‘আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। গত মাসের শেষ ৭ দিনে পুরো জেলায় মোট ৩ শতাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে আমরা ৫০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জেলাবাসীকে মাদক সংক্রান্ত যে কোনো তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করার আহবান করছি।

(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুরের শালবনে মহাবিপন্ন ‘খুদি খেঁজুর‘ গাছের সন্ধান
সীমান্তে সেনা উপস্থিতি কমাতে একমত ভারত-পাকিস্তান
মির্জাপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীর কালুখালী বাজারে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা