মেঘনায় নিখোঁজের চার দিন পর জেলের মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৪৪
অ- অ+

চাঁদপুর নৌ-সীমানার মেঘনা নদী থেকে নিখোঁজের চার দিন পর ভাসমান অবস্থায় মেঘনার হরিনা এলাকা হতে জেলে সুনু গাজীর (৪০) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার বিকালে চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট রুটের মেঘনা নদীর হরিণা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সুনু গাজী পার্শ্ববর্তী লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া গ্রামের রহিম গাজীর ছেলে।

হরিণা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, স্থানীয়দের তথ্যেরভিত্তিতে বিকালে ফেরিঘাট এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলে সুনু গাজীর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ফাঁড়িতে উপস্থিত হন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

গত ৩১ জানুয়ারি ভোর রাতে হরিণা ফেরিঘাট থেকে শরীয়তপুর আলুবাজার ফেরিঘাটে যাওয়ার সময় গোলাম মাওলা নামে ফেরির ধাক্কায় সাতজন জেলেসহ নৌকা ডুবে যায়। ডুবে যাওয়া সাত জেলের মধ্যে ছয়জন সাঁতার দিয়ে তীরে উঠতে পারলেও নিখোঁজ থাকেন সুনু গাজী। পরে ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস নৌ-ইউনিটের ডুবুরি সদস্যরা মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যায়। গত চারদিন পর শনিবার বিকালে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা