যুব ও তরুণ সমাজকে গ্রন্থাগারমুখী হতে হবে: ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪২
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গ্রন্থাগারমুখী হওয়ার জন্য যুব ও তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জ্ঞানভিত্তিক অর্থনীতির যুগে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে বই পড়ার বিকল্প নেই।

রবিবার অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষ্যে এক আনন্দ শোভাযাত্রার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 'স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ' প্রতিপাদ্য ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ এই শোভাযাত্রার আয়োজন করে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জ্ঞান চর্চা ও নতুন নতুন জ্ঞান সৃষ্টিতে গ্রন্থাগারের গুরুত্ব তুলে ধরে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত গ্রন্থাগারে যেতে হবে।

গ্রন্থাগারের জ্ঞান ভান্ডার সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারসহ সকল বিভাগ ও ইনস্টিটিউটের গ্রন্থাগারের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি ও এর সদ্ব্যবহারের জন্য শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. এস এম মান্নান এবং অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক বক্তব্য রাখেন। এতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/এসকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা