সুনামগঞ্জে বসতবাড়ি পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩২
অ- অ+

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুলাল মিয়ার বসত বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের বীরনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোর রাতে দুলাল মিয়ার বসত বাড়িতে আগুন লাগলে ঘর থেকে বের হয়ে চিৎকার দেন। এসময় আশপাশের মানুষ এগিয়ে আসে পানি দিয়ে আগুন নেবানোর চেষ্টা করে। আগুন লাগার খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্রণ করলেও ঘরের ভেতরে থাকা গরু, হাঁস-মুরগী, আসবাব পত্র, ঘরের বেতরে লেডিস টেইলার্স একটি দোকানের মালামাল সম্পূর্ন ঘর আগুনে পুড়ে যায়। এতে দশ লাখ টাকার বেশি মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

দুলাল মিয়ার জানান, ঘুমের মধ্যে রাতে হঠাৎ করে আগুন দেখে নিজেদের রক্ষা করতে ঘর থেকে বের হয়ে রক্ষা পাই কিন্তু ঘরের সব জিনিসপত্র আগুন পুড়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি। আমার দশ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনার রমা দাশগুপ্ত থেকে টলিউডের মহানায়িকা সুচিত্রা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে সেনাবাহিনী, প্রজ্ঞাপন জারি
শীতে ঠান্ডা পানি খেলে ওজন বাড়ে! কতটা সত্যি? কী বলছেন পুষ্টিবিদরা
অদম্য খালেদা জিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা