‘স্বাধীনতাবিরোধীরা নানান চক্রান্ত করছে, আ.লীগ কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৮
অ- অ+

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ বলেছেন, দেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধীরা নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করতে হলে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে সকলের ঐক্যবদ্ধ হতে হবে। আগামী জাতীয় নির্বাচনে জনগণকে সাথে নিয়েই শেখ হাসিনার নৌকায় ভোট দিতে হবে, তবেই এই বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, দেশ স্বাধীন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমানে দেশ গড়ছেন তার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হসিনা। তাই দেশকে উন্নত দেশে পরিণত করতে হলে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী চক্র জামায়াত-বিএনপি জোট যেন ক্ষমতায় না আসতে পারে- তার জন্য সকল দেশপ্রেমী জনগণকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে নৌকার বিজয়ে কাজ করে যেতে হবে।

সদরপুরের পূর্ব শ্যামপুর গ্রামের ইয়াকুব আলী মোল্যার বাড়িতে এক যোগদান জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদরপুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফকির আ. ছত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক গাজী আ. করিম, আবু আলম রেজা, রিপন সিকদারসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগের নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আজ
কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল-ব্যাটারিচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
তারেক রহমানের নেতৃত্বে সকল চক্রান্তের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা প্রস্তুত: নীরব 
দুর্নীতি, লুটপাট ও হানাহানির রাজনীতি বন্ধে ছাত্রজনতার ঐক্য জরুরি: ডা. ইরান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা