ঢাকায় মাদকসহ ছয় চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৯
অ- অ+

ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে ছয়জন মাদক চোরাকারবারিদেরকে আটক করেছে। আটককৃতরা হলেন- মো. স্বপন মিয়া, মো. রাজু আহম্মেদ, মো. আলিফ হোসেন , মো. মোশারফ, মো. রানা ও মো. সোহেল। এ সময়ে তাদের কাছ থেকে ৩৪৪ গ্রাম হেরোইন, ৭২ বোতল ফেনসিডিল, ১৬ টি মুঠোফোন এবং মাদক বিক্রির ৫১ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়। সোমবার বিকালে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের ভাষ্যমতে, রবিবার র‌্যাব-১০ এর একটি দল ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানার বড়মনহরিয়া এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে ১৮ লাখ ৪১ হাজার ১০০ টাকা দামের ৩৪৪ গ্রাম হেরোইনসহ মো. স্বপন মিয়া, মো. রাজু আহম্মেদ, মো. আলিফ হোসেন এবং মো. মোশারফ নামের চারজন মাদক চোরাকারবারিদেরকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে ১৪ টি মুঠোফোন এবং মাদক বিক্রির নগদ ৩২ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাবের ভাষ্যমতে, এছাড়া রবিবার র‌্যাব-১০ এর অপর একটি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা এলাকায় অপর একটি অভিযান চালানো হয়। অভিযানে ৭২ বোতল ফেনসিডিলসহ মো. রানা ও মো. সোহেল নামের দুইজন মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে দুইটি মুঠোফোন এবং মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, আটককৃত ছয়জন পেশাদার মাদক চোরাকারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে আলাদা দুইটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩ ফেব্রুয়ারি/এএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুয়াডাঙ্গায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে হাঁসুয়া দিয়ে হত্যা
১১৫ শতাংশ শুল্ক কমাতে সম্মত চীন ও যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-নেপাল-ভুটান-সেভেন সিস্টার্সের মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান প্রধান উপদেষ্টার
ডিগ্রির মর্যাদা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় নার্সেস দিবস বয়কট, বিক্ষোভ ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা