ফরিদপুরে ইয়াবাসহ তিন কারবারি গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৫| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩০
অ- অ+

ফরিদপুরে দুই হাজার পিচ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ফরিদপুর শহরের কমলাপুর মাটিয়া গোরস্থান নামক এলাকা থেকে ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা শহরের কমলাপুর মাটিয়া গোরস্থান এলাকার রুস্তম শেখের ছেলে মো. টিটন শেখ (৩৯), পাশের হাবেলী গোপালপুর এলাকার সোনা উল্লাহ মন্ডলের ছেলে গোলাম মওলা মন্ডল (৪২) ও জেলা সদরের সিএন্ডবি ঘাট এলাকার জাকির ফকিরের ছেলে সুমন ফকির (২৮)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থেকে দুই হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়। তারা দীর্ঘদিন জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারি করে আসছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় মা, মেয়ে ও ছেলে হত্যার ঘটনায় ৮ জনের তিনদিনের রিমান্ড 
পাকিস্তানি অভিনেত্রীর লাশ নিতে রাজি নন বাবা, স্বপ্ন পূরণে করাচিতে এসে একাকী মৃত্যু
বান্দরবানে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড় ধসের শঙ্কা
আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্ব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা