মৌলভীবাজারে কোদালিছড়ায় খনন কাজের উদ্বোধন

মৌলভীবাজার ৬৪ টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুন:খনন (প্রথম পর্যায়) (দ্বিতীয় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় জেলার সদর উপজেলাধীন কোদালীছড়া খাল (অবশিষ্টাংশ) পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলাধীন কোদালীছড়া খাল (অবশিষ্টাংশ) পুন:খনন কিলোমটার ১২.০৮০ হতে কিলোমিটার ২১.৫৮০ এর মধ্যবর্তী ৬ কিলোমিটার প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে এই কাজের উদ্বোধন করা হয়।
দুপুরে মৌলভীবাজার পানি উন্নয়ন বোড বাস্তবায়নে ১২ নম্বর গিযাসনগর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে মৌলভীবাজার পওর সার্কেল ও মৌলভীবাজার বাপাউবো তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে. এম জহুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফ উদ্দিন, পৌর মেয়র মো. ফজুলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীসহ প্রমুখ।
(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন