মৌলভীবাজারে কোদালিছড়ায় খনন কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪১
অ- অ+

মৌলভীবাজার ৬৪ টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুন:খনন (প্রথম পর্যায়) (দ্বিতীয় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় জেলার সদর উপজেলাধীন কোদালীছড়া খাল (অবশিষ্টাংশ) পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলাধীন কোদালীছড়া খাল (অবশিষ্টাংশ) পুন:খনন কিলোমটার ১২.০৮০ হতে কিলোমিটার ২১.৫৮০ এর মধ্যবর্তী ৬ কিলোমিটার প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে এই কাজের উদ্বোধন করা হয়।

দুপুরে মৌলভীবাজার পানি উন্নয়ন বোড বাস্তবায়নে ১২ নম্বর গিযাসনগর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে মৌলভীবাজার পওর সার্কেল ও মৌলভীবাজার বাপাউবো তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে. এম জহুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফ উদ্দিন, পৌর মেয়র মো. ফজুলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীসহ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংবাদ সম্মেলনে স্ত্রীর দাবি ‘অপচিকিৎসায়’ শামসুদ্দোহা শিমুলের মৃত্যু, বিচার চায় পরিবার
অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার
থানায় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি-ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি
আওয়ামী লীগের বিচার ইস্যুতে মঙ্গলবার ট্রাইব্যুনালে যাবে এনডিএম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা