মহেশপুরে ধানের পর এবার চাল সংগ্রহেও ব্যর্থ কর্তৃপক্ষ

ঝিনাইদহের মহেশপুরে আমন মৌসুমে ধানের পর এবার চাল সংগ্রহের অভিযানও ব্যর্থ হয়েছে। গত তিনমাসে কোনো ধান সংগ্রহ হয়নি। চাল তিন ভাগের এক ভাগ। সময় শেষের দিকে। গত ২৫ নভেম্বর এ অভিযান শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি শেষ দিন ছিল। বাজারদরের তুলনায় সরকারি দাম কম, প্রচারণা ও তদারকি না থাকা, কর্মকর্তাদের অনিয়ম, কৃষক হয়রানিসহ নানা কারণে খাদ্যগুদামে কৃষকের ধান বেচায় আগ্রহ নেই বলে জানা গেছে।
জানা গেছে, উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১১৪৫ টন কিন্তু এক টন ধানও সংগ্রহ করতে পারেনি কর্তৃপক্ষ। এদিকে সময় শেষের দিকে মিলারদের কাছ থেকে এ পর্যন্ত চাল সংগ্রহ হয়েছে মাত্র ২২২ টন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল জানান,সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৬৫৮ টন। কিন্তু বাজার মূল্য থেকে সরকার মূল্য কম থাকায় তারা ধান চাল সংগ্রহ করতে পারেনি। তিনি আরো বলেন, ৬৫৮ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও মিলারদের সাথে চুক্তিপত্র হয়েছিল ২৩৬টন যা অর্জিত হয়নি।
উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী জানান, এ আমন মৌসুমে উপজেলার ১৮ হাজার ১৮৫ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। ফলনও মোটামুটি ভালো। উৎপাদন হয়েছে ৮৮ হাজার ৮৭ টন ধান এবং চাউল ৫৮ হাজার ৭২৫ টন।
উল্লেখ্য, মহেশপুর উপজেলা একটি খাদ্য ভান্ডার উপজেলা। এ উপজেলায় যে খাদ্য উৎপাদিত হয় তার ৬০% রপ্তানিযোগ্য। বাকিগুলি ৪০% ভোক্তাদের লাগে। এত খাদ্য উৎপাদন হওয়ার পরও সরকারি খাদ্য গুদামে খাদ্য সংগ্রহ না হওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এআর)

মন্তব্য করুন