মার্ক উডের বলে বোল্ড তামিম

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৩:০০ | প্রকাশিত : ০১ মার্চ ২০২৩, ১২:৫৮

মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরুর উপহার দেন দলনেতা ও ওপেনার তামিম ইকবাল খান। কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না তিনি। লিটন দাস আউট হওয়ার পর ফিরলেন তামিমও। মার্ক উডের করা বলে বোল্ড হয়েছেন এই বাঁ-হাতি ওপেনার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫৫ রান।

এখন ১৩ রানে শান্ত ও ২ রানে মুশফিক অপরাজিত রয়েছেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার আমন্ত্রণ জানান টাইগার দলনেতা তামিম ইকবাল খান। ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল বাংলাদেশের। কিন্তু ওপেনিং জুটিটা বড় করা হয়নি। ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকানোর পরের বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন লিটন কুমার দাস। আর পাওয়ার প্লের শেষ ওভারে ফিরেছেন তামিম। ৭ রান ও তামিম ২৩ রান করেন।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল খান(অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

ইংল্যান্ড একাদশ:

জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), উইল জ্যাকস, মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আরচার, মার্ক উড।

(ঢাকাটাইমস/০১মার্চ/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :