করোনার টিকার তৃতীয়-চতুর্থ ডোজ সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৩, ১৪:২৪| আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৫:১৪
অ- অ+

মজুদ ফুরিয়ে যাওয়ায় দেশে করোনাভাইরাসের টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন টিকা হাতে না পাওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে।

আজ বুধবার থেকে টিকাদান কর্মসূচি স্থগিত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. আবদুল্লাহ আল মুরাদ।

তিনি বলেন, ‘টিকার মজুদ না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকা আসার পর ফের তৃতীয় ও চতুর্থ ডোজের টিকাদান কর্মসূচি শুরু হবে। বিকালে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

দেশে পুনরায় টিকাদান কার্যক্রম শুরু হতে অন্তত দেড় মাস সময় লাগতে পারে বলে জানান মুরাদ। বলেন, স্বাস্থ্য অধিদপ্তর দেশে টিকা আনার প্রক্রিয়া শুরু করেছে।

তৃতীয় ও চতুর্থ ডোজ টিকা প্রদান বন্ধ হলেও কেন্দ্রে টিকা থাকা সাপেক্ষে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি চলমান থাকবে। এক্ষেত্রে সিনোফার্মসহ অন্যান্য টিকা দেওয়া যাবে।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। সংক্রমণ প্রতিরোধে পরের বছরের ফেব্রুয়ারিতে সারাদেশে কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দেশে ১৫ কোটি ৬ লাখের বেশি প্রথম ডোজ দেওয়া হয়েছে। ১৩ কোটি ৭১ লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছেন। সেই সঙ্গে ৬ কোটি ৭৩ লাখের বেশি তৃতীয় ডোজ এবং ৩ কোটি ১৪ লাখের বেশি চতুর্থ ডোজের টিকা দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১মার্চ/এলএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালীতে ৪ কোটি টাকার চিংড়ির রেণু জব্দ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
১৮ জুলাই ‘জুলাই আন্দোলন’ স্মরণে ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘোষণা
সোমালিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত পাঁচজন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা