তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৩, ২২:২৮
অ- অ+

মাদারীপুরের শিবচরে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কোহিনুর মাদবর (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদে বুধবার সন্ধ্যায় উপজেলার উমেদপুর ইউনিয়নের আলেপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি কহিনুর মাদবর ওই গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।

পুলিশ সূত্র জানা যায়, ২০১৪ ও ২০১৬ সালে পৃথক দুটি মাদক মামলা একটিতে এক বছর ও অপরটিতে দুই বছর করে মোট তিন বছর সাজা হয় কোহিনুরের। কিন্তু সাজা হওয়ার পর থেকেই কোহিনুর আত্মগোপনে থাকে।

এদিকে আত্মগোপনে থেকে ও ২০২২ সালে আরেকটি ফৌজদারি মামলায় আসামি হয় কোহিনুর মাদবর এবং সেই মামলাতেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

শিবচর থানার এএসআই নূর মেহেদী হাসান বলেন, গোপন সংবাদে দীর্ঘদিনের পলাতক ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি কোহিনুর মাদবরকে গ্রেপ্তার করে পুলিশ। আসামি বিরুদ্ধে পৃথক দুটি মাদক মামলায় ৩ বছরের সাজা হয়েছে। অপর একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন, বলেন গ্রেপ্তার আসামি কোহিনুর মাদবর একাধিক মামলার আসামি। দীর্ঘদিন সে পলাতক ছিল, সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কাল সকালে আসামিকে আদালতে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/০১মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি গঠন
দলের জয়ের পর মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ আহমেদ
ঘন কুয়াশায় পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা চারটি
ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা, পুনর্গঠনে প্রয়োজন ১০ বিলিয়ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা