জয়ের জন্য বাংলাদেশের দরকার ৩২৭ রান

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ মার্চ ২০২৩, ১৫:৪৭

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে জেসন রয়ের সেঞ্চুরি ও দলনেতা জস বাটলের অর্ধশতকের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৬ রান তুললো সফররত ইংল্যান্ড ক্রিকেট দল। ফলে সিরিজ সমতায় ফিরতে বাংলাদেশের দরকার ৩২৭ রান।

মিরপুরে ম্যাচের শুরুতে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশি দলনেতা তামিম ইকবাল খান। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সফরকারীরা। তাসকিন আহমেদের করা বলে ৭ রানে সাজঘরে ফেরেন ওপেনার ফিল সল্ট। দ্বিতীয় উইকেটে খেলতে নেমে ১১ রান করেন ডেভিড মালান। ভিন্স আউট হন ৫ রানে।

চতুর্থ উইকেট জুটিতে দলনেতা জস বাটলারকে সঙ্গে নিয়ে দুর্দান্ত ব্যাট করতে থাকেন ওপেনার জেসন রয়। এ সময় দুজন মিলে তোলেন ১০৯ রান। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ইংলিশরা। জেসন রয় তুলে নেন ব্যক্তিগত শতরানের ইনিংস। এরপর সাকিব আল হাসানের করা বলে ব্যক্তিগত ১৩২ রানে আউট হন রয়।

এরপর মঈন আলীকে নিয়ে দলীয় স্কোর বড় করতে থাকেন দলনেতা জস বাটলার। তুলে নেন ব্যক্তিগত অর্ধশতকের। শতকের পথেই ছিলেন তিনি। কিন্তু দুর্দান্ত এক ক্যাচ ধরে তাকে সাজঘরে ফেরেন মেহেদি হাসান মিরাজ। ৬৪ বলে ৭৬ রান করেন মিরাজ। আর মাত্র ৩৫ বলে ৪২ রান করেন মঈন আলী।

এদিকে আদিল রশিদকে নিয়ে ইনিংস শেষ করেন স্যাম কারেন। ১৯ বলে ৩৩ রানে স্যাম কারেন ও ৫ বলে ৬ রানে আদিল রশিদ অপরাজিত থাকেন।

(ঢাকাটাইমস/০৩মার্চ/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :