পাগলিটি মা হলেও, বাবা হয়নি কেউ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৩, ১৫:৪৬
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের বেডে এক নারী উসকোখুসকো হয়ে শুয়ে আছে। তার পাশেই দেখা যাচ্ছে একটি ফুটফুটে নবজাতক। নবজাতকের দিকে মায়াবি চোখে তাকিয়ে রয়েছে ওই নবজাতকের মা। হাত বুলিয়ে দিচ্ছেন নবজাতকটার গায়ে। হাসপাতালের অন্য বেডগুলোতে রয়েছে রোগী ও স্বজনরাও নবজাতকটি ও তার মায়ের দিকে তাকিয়ে আছেন। তবে পাগলিটা মা হলেও বাচ্চাটার বাবা কেউ হচ্ছেন না। এ চিত্র চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে।

মঙ্গলবার (৭ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজারের একটি মুদি দোকানের সামনে পাগলিটার প্রসব বেদনা ওঠে। এমন সময় পুলিশ দেখতে পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করলে সে পাগলি কন্যাসন্তান জন্ম দেন। বর্তমানে মা মেয়ে দুজনই সুস্থ আছেন।

হাসপাতালে থাকা রোগী ও স্বজনরা জানান, পুলিশের এ ধরনের কাজকে সাধুবাদ জানিয়ে ধন্যবাদ জানান। সেই এ পাগলি মা যেন তার সন্তানকে বাবার পরিচয় দিতে পারে এমন ব্যবস্থা করবে স্থানীয় পুলিশ প্রশাসন। এ ধরনের কৃ-কর্মকারীদের আইনের আওতায় আনারও দাবি সচেতন মহলের।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, আমনুরা বাজারের একটি মুদি দোকানের সামনে পরিচয় না জানা এক নারীর প্রসব বেদনা উঠলে পুলিশ দেখতে পেয়ে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে পাগলি নারী কন্যা সন্তান প্রসব করেন।ওই নারী জেলা হাসপাতালের গাইনি ওয়ার্ডের ৩নং বেডে অবস্থান করছে। পুলিশ ওই নারীকে সার্বিক সহযোগিতা ও নবজাতকের জন্য বিভিন্ন ধরনের পোশাক প্রদান করা হয়। তিনি আরো জানান, স্থানীয়দের বলে ওই পাগলি মা ও সন্তানের একটি জায়গার ব্যবস্থা করা হবে।

(ঢাকাটাইমস/৮মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরাইলে আমগাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকের ঘোষণা এনসিপির
রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হলেন ৮৬ আইনজীবী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা