ইফতারিতে শতাধিকের বেশি আইটেম রাখবে হোটেল ‘হলিডে ইন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মার্চ ২০২৩, ১৯:৪৬

রমজান মাসে বিভিন্ন নামিদামি হোটেল বিভিন্ন আইটেম দিয়ে ইফতারের পসরা সাজায়। রাজধানীর হোটেল ‘হলিডে ইন’ এবার ভিন্ন স্বাদের শতাধিকের বেশি মুখরোচক খাবার নিয়ে ইফতারের পসরা সাজাবে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার বিএফডিসির সঙ্গে লাগোয়া হাতিরঝিলের কর্ণারে অবস্থিত হলিডে ইন হোটেলটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান হোটেলটির ডিরেক্টর অব অপারেশন সাহিদুস সাদিক তালুকদার। এ সময় এক প্রদর্শনীর আয়োজন করা হয়। এদিন ইফতারের আগাম স্বাদ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়।

সংবাদ ব্রিফিংয়ে সাদিক তালুকদার বলেন, ‘আমরা গত বছর হোটেল চালু করলেও তিন মাস সময় পেয়েছিলাম। ফলে সময়ের কারণে ইফতার আয়োজন করতে পারিনি। এবার গুছিয়ে এনেছি। এবার আমাদের হোটেলে শতাধিকের বেশি আইটেম থাকবে ইফতারিতে এবং বুফে খাবারের ব্যবস্থা থাকবে। সপ্তাহে দুই দিন অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার থাকবে সেহরি খাওয়ার ব্যবস্থাও।’

সাহিদুস সাদিক আরও বলেন, ‘প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার জনপ্রতি ৭ হাজার টাকায় বুফে ইফতার করতে পারবেন। আর বাকি দিনগুলো ৬ হাজার ৫০০ টাকায় বুফে ইফতার নিতে পারবেন। সেহরির মূল্য ধরা হয়েছে চার হাজার টাকা। নির্দিষ্ট কিছু ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের জন্য বিজনেস পার্টনার হিসেবে একটি নিলে একটি ফ্রি থাকছে। অর্থাৎ একটি বুফে ইফতারের সঙ্গে আরও একজন বুফেতে যুক্ত হতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘প্রথম পাঁচ দিন হয়তো অনেকেই পরিবারের সঙ্গে ইফতার করবেন। এরপর থেকে আমাদের এখানে অনেক মানুষ আসবে একটা পারিবারিক পরিবেশে পরিবারের সদস্য, বন্ধু, স্বজনদের নিয়ে ইফতার করবে বলে আমাদের বিশ্বাস। এখানে শতাধিক মানুষ বসতে পারবেন। এর বাইরে গেলেও আমাদের ওপরে বসার আয়োজন থাকবে।’

কী কী আইটেম দিয়ে সাজানো হবে ইফতার বা সেহরিতে জানতে চাইলে মার্কেটিং এন্ড কমিউনিকেশন ম্যানেজার মোহাম্মদ সাজ্জাদ হোসাইন বলেন, ‘এখানে কাস্টমার যারা আসবেন কিছু বিশেষত্ব পাবেন, নতুনত্ব পাবেন। ১২৫ আইটেম থাকবে। এর মধ্যে 'ওজি'টা আমাদের স্টেশাল আইটেম। এছাড়াও এখানে খাপসা-রাইস, খাসির হালিম, মুরগির হালিম, গরুর নেহারি, বিভিন্ন নামের কাবাব, আফগানি মুরগির টাংরি কাবাব, খাসির ওজি রাইস, খাসির মোগলাই আকবরি, বিভিন্ন মিষ্টি জাতীয় ডেজার্ট আইটেম, স্যুপ, বিভিন্ন ফলের আইটেম থাকবে।’

একটি কিনলে একটি ফ্রি অর্থাৎ 'বাই ওয়ান গেট ওয়ান' কারা পাবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের বিজনেস পার্টনার অলরেডি ১১টি ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে। আরও দু'তিনটি হবে। এসব ব্যাংকগুলোর ক্রেডিট কার্ডহোল্ডাররা এই অফারটি পাবে। এর মাধ্যমে কেউ ইফতার করলে একটি বুফে ইফতার ফ্রি বা সেহরি নিলেও একইভাবে আরও একজন অংশ নিতে পারবেন। যদি আমাদের নির্দিষ্ট ব্যাংকের হয়।’

যেসব ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা এই সুবিধা পাবেন সেগুলো হলো- এবি ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচু্য়্যাল ট্রাস্ট ব্যাংক স্টান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, যমুনা ব্যাংক, মেঘনা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল (ইউসিবি) ব্যাংক। এসব ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা 'বাই ওয়ান গেট ওয়ান' সুবিধা পাবেন। রমজানে স্বাস্থ্যকর নিরাপদ খাবার খেতে বন্ধু-স্বজন, পরিবার নিয়ে ইফতারের আমন্ত্রণ জানিয়েছে হোটেল হলিডে ইন কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/০৯মার্চ/এমএইচ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এনসিসি ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাতির জনকের সমাধিসৌধে কেবি কর্মচারী ইউনিয়ন নেতাদের শ্রদ্ধা নিবেদন 

নারী প্রশিক্ষণার্থীদের মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্পন্ন 

ঋণের সুদহার ১৪ শতাংশের বেশি হবে না, বাংলাদেশ ব্যাংকের আশ্বাস

ভারতীয় পেঁয়াজ আমদানির পর দেশি পেঁয়াজের দাম বাড়ালেন পাইকাররা

ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর

কৃষকদের আর্থিক সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক

ঈদ উপলক্ষ্যে দেশব্যাপী বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ‘ট্রাক সেল’ কার্যক্রম উদ্বোধন

বিসিএসআইআর ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা চুক্তি স্বাক্ষর

ঈদ উপলক্ষে ওয়ালটনের বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য উন্মোচন 

এই বিভাগের সব খবর

শিরোনাম :