মমতাজ বেগমের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও আলহাজ মকবুল হোসেন কলেজের অধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসানের মাতা মমতাজ বেগম (৭২) শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ মাগরিব মোহাম্মদপুর আলহাজ মকবুল হোসেন কলেজ ক্যাম্পাসে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে মোহাম্মদপুর তাজমহল রোডস্থ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
(ঢাকাটাইমস/১০মার্চ/এলএ)

মন্তব্য করুন