মার্কিন ড্রোনের সঙ্গে রুশ জঙ্গি বিমানের সংঘর্ষ

আন্তজার্তিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০২৩, ২৩:০৭
প্রতীকী ছবি

কৃষ্ণ সাগরের ওপর মার্কিন নজরদারি ড্রোনের সঙ্গে রাশিয়ান ফাইটার জেটের সংঘর্ষ বেধেছে।

আমেরিকাকে ড্রোন নামাতে বাধ্য করা হয়েছে বলে মার্কিন সামরিক বাহিনী বলেছে। খবর বিবিসির।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান এসইউ জেট মঙ্গলবার কৃষ্ণ সাগরের ওপরে একটি মার্কিন এমকিই-৯ রিপার ড্রোনের সঙ্গে সংঘর্ষ করেছে। বিষয়টি একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ফক্স নিউজকে জানিয়েছেন।

আন্তর্জাতিক জলসীমার ওপর আন্তর্জাতিক আকাশসীমায় এ ঘটনা ঘটে।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ড্রোনটির প্রপেলারটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ড্রোনটি ক্রিমিয়ার পশ্চিমে কৃষ্ণ সাগরে অবতরণ করেছে।

রাশিয়ান এসইউ-২৭ ক্রিমিয়ার দিকে যাচ্ছিল এবং এই ঘটনার পর সেখানে অবতরণ করে।

এসইউ-২৭ এর কোনো ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি।

(ঢাকাটাইমস/১৪মার্চ/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :