পুলিশ খুনের আসামি এখন দুবাইয়ে সোনার কারবারি! প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য

দেশে পুলিশ খুনের মামলায় পলাতক আসামি। বিদেশে তথা দুবাইয়ে তিনিই এখন সোনার বড় কারবারি। রবিউল ইসলাম আপন ওরফে আরাভ খান নামে এই আসামির স্বর্ণের দোকান উদ্বোধন করতে দুবাই গেছে ক্রিকেটার সাকিব আল হাসান। গেছেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত হিরো আলমও।
জানা গেছে, রবিউল ইসলাম আপন ওরফে আরাভ খান ঢাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) স্কুল অব ইন্টেলিজেন্স পরিদর্শক মামুন ইমরান খানকে হত্যা মামলার ৬ নম্বর পলাতক আসামি। তথ্য নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ।
হত্যা মামলার এজাহার অনুযায়ী, রবিউল ইসলাম আসল নাম হলেও ‘আপন’ ওরফে ‘সোহাগ’ ওরফে ‘হৃদয়’ নামেও তিনি পরিচিত। পুলিশের জমা দেওয়া অভিযোগপত্রে তিনি পলাতক আসামি। পরে পাসপোর্টের নাম পরিবর্তন করে তিনি বিদেশে পালিয়ে যান। নাম নেন আরাভ খান।
আইনশৃঙ্খলাবাহিনী সূত্রে জানা গেছে, হত্যা মামলার সাজা থেকে বাঁচতে আবু ইউসুফ লিমন নামে এক তরুণকে বিকেএসপিতে খেলার সুযোগের প্রলোভন দেখান আরাভ। এই প্রলোভনে লিমন আদালতে আরাভের বদলে আত্মসমর্পণ করেন। পরে আদালত লিমনকে কারাগারে পাঠায়।
এই ফাঁকে আরাভ ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তার সহায়তায় নকল পাসপোর্ট বানিয়ে দেশত্যাগ করে দুবাইয়ে চলে যায়। পরে বিষয়টি জানাজানি হলে লিমনকে আদালত খালাস দেয়।
এদিকে দুবাইয়ে আরাভ জুয়েলার্স নামে প্রতিষ্ঠানটির উদ্বোধন অনুষ্ঠানে গেছে ক্রিকেটার সাকিব আল হাসান। জানা গেছে, মঙ্গলবার ইংল্যান্ডের সঙ্গে টিটোয়েন্টি সিরিজ ম্যাচ জয়ের পর রাতেই দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সাকিব আল হাসান।
খুনের মামলার আসামির দোকান উদ্বোধনে সাকিবের অংশগ্রহণ নিয়ে দুবাইয়ের বাংলাদেশি কমিউনিটিতে বেশ আলোচনা-সমালোচনা চলছে। তবে এখন পর্যন্ত বিশ্বসেরা অলরাউন্ডারের কোনো বক্তব্য আসেনি।
(ঢাকাটাইমস/১৫মার্চ/এসএস/ডিএম)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

পদ্মায় নিখোঁজ দুই ছাত্রের মধ্যে একজনের লাশ উদ্ধার

আইসিইউতে সিরাজুল আলম খান

পদ্মা নদীতে গোসলে নেমে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ

যারা গাড়ি ভাঙচুর করেন, মামলা আছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আঙ্কারা পৌঁছেছেন রাষ্ট্রপতি

বাজেট গরিববান্ধব গণমুখী, সমালোচনা গৎবাঁধা: তথ্যমন্ত্রী

বিএনপি বাজেট দিত ভিক্ষার টাকায়: আইনমন্ত্রী

এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আঙ্কারা গেছেন রাষ্ট্রপতি

জুনে কম বৃষ্টির সম্ভাবনা, অব্যাহত থাকতে পারে তাপদাহের দাপট
