সাবেক এমপি নাসের রহমানের ওপর হামলায় বিএনপি নিন্দা

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
 | প্রকাশিত : ১৫ মার্চ ২০২৩, ২০:৩৩

মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমানের ওপর হামলার ঘটনায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভায় জানানো হয়, ‘১১ মার্চ বিএনপি ঘোষিত দেশব্যাপী জেলা ও মহানগরসমূহে শান্তিপূর্ণ মানববন্ধন আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের ছত্রছায়ায় কয়েকটি জেলায় আকস্মিক ন্যক্কারজনক হামলা চালায়, মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচির শুরুতেই আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের মদদে বিএনপি নেতাকর্মীদের ওপরে সশস্ত্র হামলা চালায়। হামলায় মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় নেতা এম নাসের রহমানসহ প্রায় ২৫ জন মারাত্মকভাবে আহত হন। নাসের রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিনা কারণে এই হামলা ন্যক্কারজনক।

সভায় এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।’

অপরদিকে গত ১১ মার্চ দেশব্যাপী জেলা ও মহানগরসমূহে বিএনপির কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি চলাকালে মৌলভীবাজারের বিএনপির মানববন্ধনের কর্মসূচিতে হামলা ও নেতাকর্মীদের আহত করাসহ গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানা যায়।

(ঢাকাটাইমস/১৫মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :