প্রতারণা করে দেনমোহরের টাকা আদায়ে একাধিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৩, ১৫:৫০
অ- অ+

প্রতারণার মাধ্যমে দেনমোহরের টাকা আদায় করতে একাধিক মামলা দিয়ে আবু বকর সিদ্দিক নামের একব্যক্তিকে হয়রানির করছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের সদস্যদের।

শনিবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি হোটেলে মিথ্যা মামলা, হয়রানির শিকার ও আবু বক্কর সিদ্দিকের মুক্তির দাবিতে তার পরিবার সংবাবাদ সম্মেলন করেছে।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠান করেন আবু বক্কর সিদ্দিকের ভাই কাইউম ইসলাম। লিখিত বক্তব্যে বলেন, ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করাকালিন সময়ে আবু বকর সিদ্দিক নিজ পছন্দে ২০১৩ সালের ১১ নভেম্বর পিরোজপুর জেলার ও বর্তমানে ঢাকা মহানগরীর ডেমরা থানার বাঁশেরপুল এলাকার মোঃ আমির হোসেনের মেয়ে মোসাঃ সুমাইয়া ফারজানা মীমকে বিয়ে করে।

এসময় দেনমোহর ৩ লক্ষ টাকার স্থলে প্রতারণার মাধ্যমে ৩০ লক্ষ টাকার নিকাহনামা তৈরী কওে সুমাইয়া ফারজানার পরিবার। একপর্যায়ে আবু বক্করের সাথে স্ত্রী সুমাইয়ার বনিবনা চলতে থাকে। পরে আবু বক্কর রাজশাহীর গোদাগাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি মেডিকেল অফিসার পদে চাকুরি করার সুবাদে রাজশাহী মহানগরীর মহিষবাথানে ভাড়া বাড়িতে চলে আসে। আবু বক্করকে তার ভাড়া বাসা থেকে কয়েক ব্যক্তি মাইক্রোতে জোরপূর্বক তুলে নিয়ে তার পকেটে হেরোইনের প্যাকেট ঢুকিয়ে র‌্যাবের হাতে তুলে দেয়। যাত্রাবাড়ি থানায় মামলা দায়ের করার পর দীর্ঘ ৪ মাস পর কারাগারে থাকার পর জামিন বের হলে আবারও তাকে ২০২৩ সালের ২ মার্চ মাইক্রোতে করে একইভাবে তুলে নিয়ে পকেটে হেরোইন দিয়ে ঢাকার শ্যামপুর থানায় মামলা দায়ের করেন।

এভাবে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানিতে ফেলছে। পরিবার অভিযোগ সুমাইয়া ও তার পরিবার বলছে মোহরানার ৩০ লক্ষা টাকা দিলে মামলা থেকে নিস্কৃতি দেওয়া হবে। তাই সুষ্ঠ তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে ভুক্তভোগীর পরিবার জানান।

এসময় উপস্থিত ছিলেন আবু বক্কর সিদ্দিককের মা সাকেরা বেগম, বড় ভাই কাইউম ইসলাম, বোন সাহিনা আকতার, চাচি পলিয়ারা বেগমসহ অন্যরা।

(ঢাকাটাইমস/১৮মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি, ভ্যাপসা গরমে হাঁসফাঁস 
সরাইলে আমগাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকের ঘোষণা এনসিপির
রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা