দাদার সঙ্গে চা পান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাতির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৩, ১৩:৩৮
অ- অ+

রাজবাড়ীর পাংশায় দাদার সঙ্গে চা পান করতে গিয়ে ইলেকট্রিক কেটলি থেকে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল্লাহ শেখ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ মার্চ) সকালে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বউবাজারে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ বাবুপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সেলিম শেখের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ফিরোজ মিয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে আবদুল্লাহ তার দাদা জুনাব শেখের সঙ্গে স্থানীয় বউবাজারে আরশাদুলের দোকানে চা পান করতে যায়। ওই দোকানে বিদ্যুতের মাধ্যমে জগে করে চায়ের পানি গরম করা হয়। জগটি রাখা ছিল স্টিলের একটি ট্রের ওপর। আবদুল্লাহ হঠাৎ করে ওই ট্রেটি স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে ট্রে ধরে দাঁড়িয়ে থাকে। প্রথমে কেউ বিষয়টি বুঝতে পারেনি। কিছুক্ষণ পর যখন সে পড়ে যাওয়ার উপক্রম হয়, তখন দোকানের মালিক বিষয়টি বুঝতে পেরে জগের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তাৎক্ষণিকভাবে আবদুল্লাহকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবুপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইমান আলী সরদার জানান, ওই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা