মৌলভীবাজারে অঝোর বৃষ্টি, কৃষকের ভাগ্য আশা-নিরাশার দোলাচলে

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
| আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৫:১৭ | প্রকাশিত : ১৯ মার্চ ২০২৩, ১৫:১৪

মৌলভীবাজারে ভোর থেকে অঝোর ধারায় ঝরেছে বৃষ্টি। কৃষি বিভাগের মতে মৌসুমের শুরুতে হওয়া এই বৃষ্টি ফসলের জন্য উপকার বয়ে আনবে। আবার অধিক বৃষ্টি হলে আছে ক্ষতির শঙ্কা।

রবিবার ভোর থেকে শুরু হয় বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির গতিও বাড়তে থাকে। দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত একটানা বৃষ্টিপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, অঝোর ধারায় বৃষ্টি ঝরতে থাকায় সকালের শিফটে স্কুল কলেজে উপস্থিতি কমে যায়। শহরে দিনমজুর শ্রেণির লোকজন কাজে বের হতে পারেনি।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ সজিব আহমেদ ঢাকা টাইমসকে জানান সিলেট অঞ্চলে ৩-৪ দিন বৃষ্টি হতে পারে। তবে শেষ ২ দিন বৃষ্টির পরিমাণ কম হতে পারে ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক মোশাররফ হোসেন ঢাকা টাইমসকে বলেন এই সময়ের বৃষ্টি ফসলের জন্য খুবই উপকার বয়ে আনবে। তবে অতিরিক্ত বৃষ্টি হলে বোরো ধান তলিয়ে যেতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :