ফেসবুকে প্রেম করে বিয়ে: নিখোঁজ কলেজছাত্রী ৩ দিন পর ছেলের বাড়ি থেকে উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৩, ১৫:৫৭| আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৬:০৭
অ- অ+

ফেসবুকে এক বছর ধরে গোপনে প্রেম অনার্স পড়ুয়া তরুণ-তরুণীর। এক পর্যায়ে ছেলের ডাকে মেয়েটি চলে গেল ছেলের বাড়িতে। সেখানে কাজী ডেকে বিয়ে করলেন তারা। এর মধ্যে নিখোঁজ মেয়েকে উদ্ধারে থানার দ্বারস্থ হলেন মেয়ের মা-বাবা। অবশেষে অনুসন্ধান করে ছেলের বাড়ি থেকে মেয়েকে উদ্ধার করল পুলিশ। পুলিশ মেয়েকে তার বাড়িতে নিয়ে যেতে চাইলে তিনি অস্বীকৃতি জানান। মেয়ের বাড়ি বরিশালের ঝালকাঠিতে।

রবিবার বেলা ১১টার দিকে মহেশপুর থানা পুলিশ উপজেলার বৈঁচিতলায় ছেলের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে।

মহেশপুর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মহেশপুর পৌরসভাধীন বৈঁচিতলা গ্রামের আমিনুর রহমান বিশ্বাসের ছেলে আবু সাইদের বাসা থেকে ঝালকাঠি জেলার সৈয়দকাটি গ্রামের ওবাইদুল হকের অনার্স পড়ুয়া কলেজছাত্রী সানজিদা আক্তারকে (১৮) মহেশপুর পৌর ফাঁড়ির এসআই জাহাঙ্গীর উদ্ধার করে থানায় নিয়ে আসে। গত ১৬ মার্চ মেয়েটি নিখোঁজ হয়। তার পরিবার খোঁজ নিয়ে জানতে পারে মেয়েটি মহেশপুর অবস্থান করছে।

রবিবার (১৯ মার্চ) সকালে মেয়ের মামাসহ পরিবারের লোকজন মহেশপুর থানার সহযোগিতা চাইলে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসআই জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন।

ছেলে-মেয়ে উভয় স্বীকার করে তাদের মধ্যে এক বছর ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরে মেয়ে মহেশপুরে ছেলের বাড়িতে উঠলে শনিবার স্থানীয় কাজীর মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মেয়েটি পরিবারের কাছে ফিরে যেতে অস্বীকৃতি জানায়। জানা গেছে, উভয় অনার্সে লেখাপড়া করে।

মহেশপুর থানায় কর্তব্যরত এসআই ফিরোজা জানায়, এ ব্যাপারে একটি জিডি এন্ট্রি হয়েছে।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগের বিচার ইস্যুতে মঙ্গলবার ট্রাইব্যুনালে যাবে এনডিএম
ইতালিয়ান পার্লামেন্টের একটি কক্ষে ইমিগ্রেশন সমস্যা নিয়ে আলোচনা সভা
ভারতে যাওয়ার সময় জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান মোর্তুজা গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: রেজাউল করিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা