‘ফুঁ দিয়ে’ টাকা ছিনতাইচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৩, ১৭:৩৪
অ- অ+

মৌলভীবাজার জেলার রাজনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ফুঁ দিয়ে টাকা দ্বিগুণ করার নামে ছিনতাইচক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে। বুধবার ভোরে শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়েছে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সালাউদ্দিন (৪৩), আব্দুল মুসলিম (৪২) ও আনোয়ার মিয়া। পরে সকালে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, ২১ মার্চ জনৈকা রায়না বেগম (৪২) থানায় হাজির হয়ে লিখিতভাবে জানান যে, ১৯ মার্চ দুপুর সোয়া ১২টার দিকে তারাপাশা সোনালী ব্যাংক টাকা উত্তোলন করে বাড়িতে ফেরার পথে তারাপাশা হাই স্কুল এন্ড কলেজের সামনে যাওয়া মাত্রই অজ্ঞাতনামা ৫/৬ জন ব্যক্তি একটি সিএনজি থেকে নেমে জনৈকা রায়না বেগমকে মোকামের খাদিম পরিচয় দিয়ে নগদ ৫১,০০০/- টাকা ফুঁ দিয়ে দ্বিগুণ করে দেবে বলে সু-কৌশলে প্রতারণা করে সেই টাকা নিয়ে পালিয়ে যায়।

এই অভিযোগের প্রেক্ষিতে রাজনগর থানার ওসি অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করেন।

(ঢাকাটাইমস/২২মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা