ইমার দায়িত্বে তারেক-তছলিম-ইলিয়াস

নিজস্ব প্রতি‌বেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৩, ২২:৩৩
অ- অ+

বাংলাদেশের সব বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তাদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের (ইমা) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ নির্বাচন হয়। নির্বাচনের পর ২১ সদস্যের নতুন কমিটি গঠিত হয়। এ কমিটি আগামী দুই বছর সংগঠন পরিচালনা কারবে। ১২টি পদের মধ্যে ৩টি পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ৯ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে নির্বাচিত হন দেশ টিভির হেড অব মার্কেটিং মো. আনিসুর রহমান তারেক। সাধারণ সম্পাদক পদে মোহনা টেলিভিশনের হেড অব মার্কেটিং তছলিম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন। ইমার নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সাবাব কারিম।

এ কমিটি আগামী দুই বছর সংগঠন পরিচালনা করবে। এবারের নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদে মোহনা টেলিভিশনের মো. ইলিয়াস হোসেন ও একাত্তর টিভির আহমেদ মোহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নির্বাচনে সহসভাপতি পদে এসএ টিভির জহিরুল ইসলাম,আনন্দ টিভির এস বি বুলবুল ও গানবাংলার সৈয়দ নাবিল আশরাফ বিপুল ভোটে জয় লাভ করেন। পাশাপাশি সাংগঠনিক সম্পাদক হিসেবে একুশে টেলিভিশনের মো. ফেরদৌস নাঈম পরাগ বিপুল ভোটে জয়লাভ করেন।

এ ছাড়া যেসব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন অর্থ সম্পাদক পদে এটিএন বাংলার মো. আবদুল মালেক। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সরকার হানিফ রাফি, ইনডিপেনডেন্ট টেলিভিশনের নাদিয়া ডোরা মহিলাবিষয়ক সম্পাদক, গ্রিন টিভির দীন ইসলাম তপু ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক।

আইনবিষয়ক সম্পাদক হয়েছেন চ্যানেল আইয়ের লেমন আওয়াল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের আমিনুল ইসলাম।

ইমার কার্যকরী সদস্যপদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন গ্রিন টিভির রাকিবুল হাসান, মাছরাঙা টিভির মোহাম্মদ আবদুস সামাদ সোহাগ, নেক্সাস টিভির মো. মতিয়ার রহমান, গাজী টিভির মো. আমিনুর রহমান, এন টিভির মো. মহিউদ্দিন সিকদার, একাত্তর টিভির মো. সোহাগ হোসেন ও দুরন্ত টিভির আশিকুর রহমান।

(ঢাকাটাইমস/২২মার্চ/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকার এফডিআর ফ্রিজ
ভাটারায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, ১৬ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার
বিটিসিএলকে দেওয়া চিঠির ভুল ব্যাখ্যা করা হচ্ছে: ফয়েজ আহমদ তৈয়্যব
সাংবাদিকদের নিয়ে এনসিপি নেতার হুমকি: প্রতিবাদ ও নিন্দা জানাল বিএফইউজে ও ডিইউজে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা