সাতক্ষীরায় মৎস্যঘেরে যুবকের লাশ

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৩, ১৬:৪৩
অ- অ+

সাতক্ষীরার শ্যামনগরে একটি মৎস্যঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে স্থানীয়দের সংবাদে সাড়ে ৯টার দিকে উপজেলার রমজাননগর এলাকার মজিদ গাজীর ঘেরে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে।

নিহত যুবক বিল্লাল হোসেন একই এলাকার মৃত. আব্দুস সাত্তারের পুত্র।

ভোরে ঘেরের কর্মচারী মাছুম মন্ডল ঘেরের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দিলে থানা পুলিশের পরিদর্শক সেলিম রেজা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের স্ত্রী আকলিমা খাতুন জানান, তার স্বামী বিল্লাহ হোসেন বৃহস্পতিবার রাতে খেয়ে বাড়ি থেকে বের আর বাড়ি ফেরেনি। সকালে লোক মুখে শুনতে পান তার স্বামীর লাশ মজিদ গাজীর ঘেরে পড়ে আছে। তার স্বামীকে হত্যা করা হয়েছে মর্মে দাবি সুষ্ঠু তদন্তের দাবি জানান।

শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যা কি না সেটি তদন্ত ছাড়া বলা যাবে না। তবে পরিবারের দাবি হত্যা। পুলিশ তদন্ত শুরু করেছে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগের বিচার ইস্যুতে মঙ্গলবার ট্রাইব্যুনালে যাবে এনডিএম
ইতালিয়ান পার্লামেন্টের একটি কক্ষে ইমিগ্রেশন সমস্যা নিয়ে আলোচনা সভা
ভারতে যাওয়ার সময় জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান মোর্তুজা গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: রেজাউল করিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা