গরমে ডায়াবেটিস রোগীদের বাড়ে হিট স্ট্রোকের ঝুঁকি! সুস্থ থাকবেন যেভাবে

স্বাস্থ্য ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১০:১১ | প্রকাশিত : ২৬ মার্চ ২০২৩, ০৯:৪০

ক্রমশই দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠছে ডায়াবেটিসের সমস্যা। এত বেশি হারে এই সমস্যা ছড়িয়ে পড়ছে যে, পরিসংখ্যান বলছে কয়েক বছরের মধ্যে প্রতি ঘরে একজন ডায়াবেটিস রোগী পাওয়া যাবে। চিকিৎসকদের মতে, শীত এবং গ্রীষ্ম- এই দুই মৌসুমেই ডায়াবেটিস রোগীদের বাড়তি সাবধানতা মেনে চলা জরুরি।

এরই মধ্যে শীত পেরিয়ে শহরে-গ্রামে গ্রীষ্মকাল প্রবেশ করেছে। ফলে রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে এই মৌসুমে সতর্ক থাকার কথা বলেছেন চিকিৎসকরা। কারণ ডায়াবেটিস বশে না রাখলে হিট স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে গরমে। এছাড়া গরমে এমনিতে শরীরে পানির পরিমাণ কমে যায়। ডায়াবেটিস থাকলে এই আশঙ্কা দ্বিগুণ হয়। তাই সুস্থ থাকতে মানতে হবে কয়েকটি বাড়তি নিয়ম।

শরীরচর্চা করুন

ডায়াবেটিসে ভুগছেন এমন অনেকেই নিয়মিত শরীরচর্চা করেন। গরমে এ বিষয়টিতে আরও বেশি করে জোর দিতে হবে। অন্য সময়ে যদি ৩০ মিনিট শরীরচর্চা করেন, গ্রীষ্মে চেষ্টা করুন আরও ১৫ মিনিট বাড়িয়ে দেওয়ার। খুব ভালো হয় যদি ভোর ৫টায় উঠে সেই শরীরচর্চাটা করেন। এ সময় শরীরচর্চা করলে উপকার পাবেন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি।

ফাইবারযুক্ত খাবার খান

ডায়াবেটিস রোগীদের প্রতিদিনকার খাবার পাতে কী থাকছে, সেটাও অত্যন্ত জরুরি। ইচ্ছা করলেই সবকিছু খাওয়া যায় না। গরমে আরও বেশি সতর্ক থাকতে হবে এ বিষয়ে। বাইরের খাবার, মিষ্টি, তেলে ভাজা- এই ধরনের খাবার থেকে পুরোপুরি দূরে থাকুন। বদলে ফাইবার আছে এমন খাবার বেশি করে খান। ওটস, ব্রাউন রাইস, গাজর, টমেটো পাতে রাখুন।

পর্যাপ্ত পানি পান করুন

ডায়াবেটিস থাকলে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে পানি খাওয়ার বিকল্প কিছু নেই। বাইরে বের হলে সঙ্গে পানির বোতল রাখতে ভুলবেন না। প্রতি ১৫ মিনিট অন্তর পানির বোতলে চুমুক দিন। পাশাপাশি পানি আছে এমন ফল খান নিয়ম করে। যেমন- তরমুজ, বাঙ্গি, আনারস জাতীয় ফল খেতে পারেন। কোনোভাবেই শরীরে যেন পানির অভাব তৈরি না হয়।

রক্তে শর্করার মাত্রা নিয়মিত পরীক্ষা করুন

সারা বছর অনেকেই প্রতিদিন শর্করার মাত্রা পরীক্ষা করেন না। গ্রীষ্মে এই ভুল করবেন না। প্রতিদিন সকালে উঠে মনে করে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করুন। যদি দেখেন শর্করার মাত্রা বেশি, সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। নিয়ম মেনে চললেও অনেক সময় শর্করার মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে। তাই প্রতিদিন পরীক্ষা করলে বিষয়টি মাথায় থাকবে।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এজে)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

কেন বিপজ্জনক হয়ে উঠেছিল অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ

এই বিভাগের সব খবর

শিরোনাম :