যে হাসপাতালে পুতুলের চিকিৎসা করা হয়!

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ব্যতিক্রমী একটি হাসপাতাল রয়েছে। নাম ‘টেডি বিয়ারস ক্লিনিক’। এই হাসপাতালে পুতুলের চিকিৎসা করা হয়। শিশুরা তাদের খেলার পুতুলের চিকিৎসার জন্য এই হাসপাতালে নিয়ে আসে। ডাক্তাররা ওই শিশুদের সামনে পুতুলকে ইনজেকশন দেয়া, অপারেশন ও এক্সরেসহ যাবতীয় চিকিৎসা দেন। মূলত শিশুদের হাসপাতাল ভীতি দূর করতেই এই অভিনব উদ্যোগ নেয়া হয়েছে।
টেডি হাসপাতালের স্বেচ্ছাসেবীরা জানান, এই হাসপাতালে ৪ থেকে ৭ বছর বয়সী শিশুরা তাদের টেডির চিকিৎসা করাতে আসে। এর মাধ্যমে শিশুদের ডাক্তার ভীতি দূর হয় এবং ভবিষ্যতে চিকিৎসা নিতে গেলে তারা সহযোগিতামূলক আচরণ করে।
নার্স লরিন আনসেলমো বলেন, কোনো কারণে শিশুদের ভয় থাকলে তারা কোনো কাজে সহযোগিতা করতে চায় না। আর টেডি বিয়ার ক্লিনিকে এসে তারা বুঝতে পারে হাসপাতালে কীভাবে চিকিৎসা দেয়া হয়। তাদের ভীতি দূর হয়। পরবর্তীতে কখনও চিকিৎসকের কাছে গেলে তারা সহযোগিতাপূর্ণ আচরণ করবে, কান্নাকাটি করবে না। স্বাস্থ্যসম্পর্কে তাদের কিছুটা জ্ঞানও থাকবে বলে মনে করি।
টেডি বিয়ার ক্লিনিকের এই আইডিয়াটি প্রথম চালু হয় জার্মানিতে। পরবর্তীতে ২০১২ সাল থেকে মজার এবং ভিন্নধর্মী কার্যক্রমটি চালু করে বেলজিয়ামের বেশ কয়েকটি মেডিকেল কলেজ।
চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী এবং নার্স স্বেচ্ছাসেবীরা সম্মিলিতভাবে অংশ নেন এই কার্যক্রমে। চিকিৎসা দেয়ার পাশাপাশি নেচে গেয়ে শিশুদের আনন্দও দেন তারা।
(ঢাকাটাইমস/২৬মার্চ/পিআর/আরকেএইচ)
সংবাদটি শেয়ার করুন
নির্বাচিত খবর বিভাগের সর্বাধিক পঠিত
নির্বাচিত খবর এর সর্বশেষ

কারওয়ান বাজারে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা মেয়র আতিকের

চেক প্রতারণা: ব্যবসায়ী সুমন কান্তির ১০ মাসের কারাদণ্ড, ১৩ লাখ টাকা জরিমানা

ব্যাংক কোম্পানি আইন বিল সংসদে উত্থাপন

রবিবার দুই কোম্পানির লেনদেন বন্ধ, চালু দুটির

দুটির মুক্তিকে সামনে রেখে তৃতীয় সিনেমায় স্নিগ্ধা

শিক্ষককে লাঞ্ছিত: যুব মহিলা লীগ নেত্রী রানু গ্রেপ্তার

কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্স: সকাল ৮টা থেকে রোগীর দীর্ঘ লাইন, ডাক্তার বসেন ১০টায়

গরমে ডায়াবেটিস রোগীরা যেভাবে শরীর সুস্থ রাখবেন

গরমে কলা কালচে হওয়া রোধ করার কৌশল
