মামলা রুজুর পরই সাভারে সাংবাদিক শামসকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাজানো প্রতিবেদনের অভিযোগে মামলা রুজুর পর দৈনিক প্রথম আলোর সাভার প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। তবে মামলাটি কে বা কারা করেছে সে বিষয়ে সুনিশ্চিতভাবে জানাতে আরেকটু সময় লাগবে বলে জানিয়েছেন মন্ত্রী।
প্রেস কাউন্সিলের মাধ্যমে একজন সাংবাদিকের বিচারের সুযোগ থাকলেও শামসুজ্জামান শামসকে কেন রাতে তুলে নিতে হলো প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলে। কেউ যদি সংক্ষুব্ধ হয়ে বিচার চায়, সংক্ষুব্ধ হয়ে থানায় মামলা রুজু করে সেই অনুযায়ী পুলিশ কিন্তু ব্যবস্থা নিতেই পারে। আমি যতটুকু জানি, একটা মামলা রুজু হয়েছে।’
‘তবে সিআইডি না অন্য কেউ তাকে আটক করেছে তা এখনো নিশ্চিত না। এ ব্যাপারে সকল তথ্য আমার কাছে এখনো আসেনি। তাই বিস্তারিত আপনাদের জানাতে পারছি না।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ওই সাংবাদিক যা করেছেন তা সঠিক ছিল না। একাত্তর টিভির মাধ্যমে বিষয়টি জানা গেছে। এটা যে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা তা একাত্তর টেলিভিশন সুন্দর করে তুলে ধরেছে।’
উল্লেখ্য, বুধবার ভোররাত চারটার দিকে প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে তার বাসা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তুলে নিয়ে যায় বলে গণমাধ্যমে খবর আসে।
(ঢাকাটাইমস/২৯মার্চ/এলএম/ডিএম)

মন্তব্য করুন