সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৮

সৌদি আরবে ওমরাহ যাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ বাংলাদেশি। দুর্ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (শ্রম) আরিফুজ্জামান দুর্ঘটনায় এ তথ্য জানান।
গত সোমবার পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে হাজীদের বহনকারী বাসটি ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে আগুন ধরে যায়। ব্রেক কাজ না করায় এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল আখবারিয়া নিউজ।
ওমরাহযাত্রীদের বাসটি খামিস মুশাইত শহর থেকে রওনা হয়ে মক্কায় যাচ্ছিল। সোমবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে আসির প্রদেশের আকাবা শার সড়কে সেটি দুর্ঘটনায় পড়ে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) মো. আরিফুজ্জামানসহ দুজন কর্মকর্তা ঘটনাস্থলে যান। ওই বাসে মোট ৪৭ যাত্রীর ৩৫ জন ছিলেন বাংলাদেশি।
(ঢাকাটাইমস/২৯মার্চ/ইএস)
মন্তব্য করুন