মহেশপুরে মায়ের ওপর অভিমানে যুবকের আত্মহত্যা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২৩, ১৩:৪১
অ- অ+

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মায়ের ওপর অভিমান করে সোহাগ (২৫) নামে সদ্য বিবাহিত এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার বিকালে উপজেলার কাজীরবেড় ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ উপজেলার কাজীরবেড় ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে মৃত সোনা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে সোহাগের স্ত্রী ও মায়ের মধ্যে ঝগড়া হয়। এই ঘটনায় সোহাগ প্রতিবাদ করলে তার মা আরো রেগে যায়। মনের দুঃখে সোহাগ পদ্মপুর মাঠে যেয়ে একটি মেহগুনি গাছের সঙ্গে গলায় ফাঁস দেয়। এলাকাবাসী সোহাগের লাশ ঝুলতে দেখে ভৈরবা পুলিশ ফাঁড়িতে খবর দেয়।

ভৈরবা পুলিশ ফাঁড়ির আইসি এসআই আশিষ জানায়, সুরতহাল রিপোর্ট করে বৃহস্পতিবার সকালে লাশ ঝিনাইদহে মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, মায়ের সঙ্গে অভিমান করে সোহাগ আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি চলছে
দিনাজপুরের শালবনে মহাবিপন্ন ‘খুদি খেঁজুর‘ গাছের সন্ধান
সীমান্তে সেনা উপস্থিতি কমাতে একমত ভারত-পাকিস্তান
মির্জাপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা