ডেনমার্ক আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল

ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার কোপেনহেগেনের একটি হল রুমে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাস ডেনমার্কের প্রেসিডেন্ট সাকিব সাদাকাত, প্রথম সচিব মেহেবুব জাম্মান, ডেনমার্ক আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম কিবরিয়া শামীম, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান।
বাংলাদেশ দূতাবাস ডেনমার্কের প্রেসিডেন্ট সাকিব সাদাকাত তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন পজিটিভ কার্ষক্রম সবার সামনে তুলে ধরেন এবং প্রবাসীদের বাংলাদেশে বেশি বেশি রেমিটেন্স পাঠানোর উপর গুরুত্ব আরোপ করেন। সাথে রমজানের গুরুত্ব, ফজিলত ও বৈজ্ঞানিক দিকগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা রাফায়েতুল হক মিঠু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোছাদ্দেক রহমান রাসেল, সাংগঠনিক সম্পাদক শামীম খালাশী, রোমেল মিয়া সোহাগ, দপ্তর সম্পাদক সেলিম হোসেন, অর্থ-সম্পাদক মোহাম্মেদ শিপন, উপ-দপ্তর সম্পাদক এম এ শাহাদত বাবু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু সুহাব, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল রহমান সাঈদ। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মিল্টন ফারনানদেস সনজিৎ,পরিবেশ বিষয়ক সম্পাদক ইউসুফ আহম্মেদ এবং কার্ষকরী কমিটির সদস্যরা।
(ঢাকাটাইমস/০৩এপ্রিল/এলএ)

মন্তব্য করুন