ভৈরবে বসতবাড়ি থেকে মাদকসহ কারবারি আটক

কিশোরগঞ্জের ভৈরবে বসতবাড়ি থেকে ২৫৪ কেজি গাঁজা, ৬৭ বোতল ফেনসিডিল, ২০৯ বোতল স্কাফ এবং ৩৫ বোতল বিদেশি মদসহ এক কারবারিকে আটক করেছে র্যাব।
শুক্রবার ভোর রাতে পৌর শহরের চন্ডিবের দক্ষিণপাড়ার এলাকা থেকে মাদকসহ আটক করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আড়াইটা হতে শুক্রবার ভোর ৪টা পর্যন্ত গোপন সংবাদে ভৈরব থানার চন্ডিবের দক্ষিণপাড়া (১০ নং ওয়ার্ড) এলাকার জনৈক আব্দুল মন্নাফ সরকারের বসতবাড়ির উত্তর পার্শ্বের একটি টিনের ঘরে র্যাব অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী আমির হামজা ওরফে বাঘা বাবুকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ২৫৪ কেজি গাঁজা, ৬৭ বোতল ফেনসিডিল, ২০৯ বোতল স্কাফ এবং ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করে র্যাব।
এ বিষয়ে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী জানান, দীর্ঘদিন যাবত আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত রাজধানী ঢাকাসহ দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। আসামির বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
(ঢাকাটাইমস/০৭এপ্রিল/এলএ)

মন্তব্য করুন