ইফতারের নামে নামিদামি হোটেলে বসে বিএনপি ষড়যন্ত্র করে: বাহাউদ্দিন নাছিম

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি ইফতার মাহফিলের নামে নামিদামি হোটেলে বসে দেশি-বিদেশিদের নিয়ে দেশের মানুষের ভাগ্য নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত।
শুক্রবার বিকালে মাদারীপুর পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে ইফতারসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। এদেশের জনগণ চায় দেশের গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার অক্ষুণ্ণ থাকুক। যারা এ দেশের পবিত্র সংবিধানকে পদদলিত করার অপচেষ্টা চালাবে, এদেশের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে তাদের প্রতিহত করা হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মধ্যে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে এগিয়ে চলছে। বাংলাদেশের প্রতিটি গ্রাম এখন শহরে রূপান্তরিত হয়েছে।
এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ হোসেন খান, মাদারীপুর পৌরসভার মেয়ার খালিদ হোসেন ইয়াদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০৭এপ্রিল/এলএ)

মন্তব্য করুন