খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি, সড়ক অবরোধের ঘোষণা বিএনপির

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল এবং জাতীয় শ্রমিকলীগ খাগড়াছড়ি পৌর শাখা ইফতার বিতরণ ও শ্রমিক সমাবেশকে কেন্দ্র করে আগামীকাল শনিবার খাগড়াছড়ি বাস টার্মিনাল এলাকায় সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
এর প্রতিবাদে আগামী ১২ ও ১৩ এপ্রিল সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে জেলায় বিএনপি।
খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামান স্বাক্ষরিত আদেশে বলা হয়, ৮ এপ্রিল খাগড়াছড়ি কেন্দ্রীয় বাস টার্মিনাল নিকটস্থ মাঠে খাগড়াছড়ি জেলা বিএনপি ইফতার মাহফিল করার উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি একই তারিখে জাতীয় শ্রমিক লীগ খাগড়াছড়ি পৌর শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ ও ইফতার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে বলে জানা গেছে। মাহফিল ও সমাবেশ চলাকালীন ওই স্থানে শান্তি-শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি হতে পারে।
এতে বলা হয়, ওই এলাকায় অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে শনিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারা মতে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
এর আগে শুক্রবার (৭ এপ্রিল) সকালে খাগড়াছড়িতে আয়োজতি সংবাদ সম্মেলনে শনিবারের ইফতার মাহফিল বানচাল হলে ১২ ও ১৩ এপ্রিল জেলায় সড়ক অবরোধের হুঁশিয়ারি দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
তিনি বলেন, পূর্ব নির্ধারিত চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার কর্মসূচির জন্য স্থান বরাদ্দ পেতে জেলা প্রশাসকের কাছে জেলা বিএনপি শহরের চারটি স্থানে অনুমতি চাইলেও প্রশাসনের অনুমতি মেলেনি। জেলা বিএনপির আবেদনের ৬ দিন পর বিএনপির আবেদিত খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় পৌর আওয়ামী লীগ পাল্টা শান্তি সমাবেশের কথা বলে আবেদন করার পর তাদের অনুমতি দেওয়া হয়েছে। জেলা বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি বাস্তবায়ন করতে ব্যক্তি মালিকাধীন জমি বেছে নেওয়া হলেও এখন তা পণ্ড করতে ক্ষমতাসীন দলের ইশারায় প্রশাসন পাঁয়তারা করছে।
তিনি আরও বলেন, শুক্রবার ভোর রাতে পুলিশ খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা যুবদলের সাধারণ সম্পদক ইব্রাহিম খলিল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়েছে।
(ঢাকাটাইমস/০৭এপ্রিল/এসএম)

মন্তব্য করুন