ঝালকাঠিতে যুবলীগ কর্মী হত্যায় গ্রেপ্তার ২
ঝালকাঠির নলছিটিতে যুবলীগ কর্মী তরিকুল ইসলাম সুমন হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামি রাজিব মল্লিক ও সাগর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজিব পটুয়াখালীর বাসিন্দা আর সাগর উপজেলার কুলকাঠি এলাকার বাসিন্দা।
শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার রাতে যুবলীগ কর্মী তরিকুল ইসলাম সুমনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ১৩ জনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেছেন নিহতের বড় বোন সাবেক পৌর কাউন্সিলর শিউলি পারভীন ।
নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান জানান, দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
(ঢাকাটাইমস/০৭এপ্রিল/এলএ)