যশোরে এক কেজি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৩, ২০:৩০
অ- অ+

যশোরের শার্শা উপজেলার পাঁচভূলাট সীমান্ত থেকে এক কেজি ওজনের দুইটি স্বর্ণের বারসহ মো. সাইদুল ইসলাম নামের একজন পাচারকারী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়ার স্বর্ণের বারের দাম ৮৫ লাখ টাকা । শনিবার সন্ধ্যায় বিজিবি খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিজিবির খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক জানতে পারেন যে, যশোরের শার্শা থানার পাঁচভূলাট সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। ওই তথ্যেরভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমানের নির্দেশনায় অধীনে পাঁচভূলট বিওপির একটি টহলদল মেইন পিলার ১৭/৭ এস এর ৯৬ আর পিলার থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচভূলট দক্ষিণপাড়া গ্রামের আম বাগানের পাশে অবস্থান নেয়। কিছু সময় পর টহলদল রাস্তা দিয়ে একটি ইজিবাইক আসতে দেখে। তখন টহলদলের কাছে আসলে ইজিবাইকটিকে থামতে বললে ইজিবাইকের ভিতরে ওই ব্যক্তি দ্রুতগতিতে পালিয়ে যাবার চেষ্টা করলে বিজিবি টহলদল তাকে ধরার জন্য পিছনে ধাওয়া করে আটক করে। পরবর্তীতে আটককৃত স্বর্ণ পাচারকারী মো. সাইদুল ইসলাম নামের এক পাচারকারীকে আটক করা হয়। উদ্ধার হওয়ার স্বর্ণের বারের দাম ৮৫ লাখ টাকা । এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটককৃত মো. সাইদুল ইসলাম যশোর জেলার শর্শা থানার পাঁচভূলট গ্রামের মো. আব্দুল হালিমের ছেলে।

ঢাকাটাইমস/০৮এপ্রিল/এএ/এলএ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতে বড় পাল্টা হামলা শুরু পাকিস্তানের, তিন বিমান ঘাঁটি ও ক্ষেপণাস্ত্রের গুদাম ধ্বংস
সাতক্ষীরার জনগণের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যৎ থাকবো
আ.লীগ নিষিদ্ধের দাবিতে টানা অবস্থান ও বিক্ষোভ এনসিপিসহ বিভিন্ন দলের
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা