মৌলভীবাজারে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৩, ১৯:০৫
অ- অ+

মৌলভীবাজার শহরের চৌমুহনীতে বুধবার দুপুরে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম অভিযান পরিচালনা করেন।

ভোক্তার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় বুধবার মৌলভীবাজার শহরের চৌমুহনা, সেন্ট্রাল রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী, জুতা ও কাপড়ের দোকনে মনিটরিং করা হয়। ওই তদারকি অভিযানে ন্যায্য দামে জুতা বিক্রয় না করা, প্যাকেটজাত প্রসাধনীর গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চৌমুহনাতে অবস্থিত ফ্যামিলি মার্টকে ১ হাজার টাকা, আর্চিসকে ২ হাজার টাকা, সেন্ট্রাল রোডে অবস্থিত ফ্রেশ ফুডকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং ন্যায্য দোমে ঈদের কেনা কাটা নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: রেজাউল মল্লিক
শ্রীপুরে পিকআপের ধাক্কায় সিএনজিচালক নিহত
আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
ভারতের রাফাল ধ্বংসকারী চীনা যুদ্ধবিমান জে-১০সি কিনতে যাচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা