চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৩, ২০:২৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়ার মাদককের মধ্যে রয়েছে ২৮ হাজার ইয়াবা, এক কেজি হেরোইন ও ৭৭ বোতল ভারতীয় ফেন্সিডিল। বৃহস্পতিবার রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিবাগত রাতে বিজিবির রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে বিজিবি'র টহলদল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া, তেলকুপি এবং আজমতপুর সীমান্তে অভিযান চালায়। অভিযানে ওই জায়গা থেকে মালিকবিহীন ২৮ হাজার ইয়াবা, এক কেজি হেরোইন এবং ৭৭ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, প্রধানমন্ত্রী এবং বিজিবি মহাপরিচালকের ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বাড়ানো হয়েছে। এছাড়াও বিশেষ টহলও পরিচালনা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এএ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :